সালগাঁওকরকে হারিয়ে দুইয়ে ইস্টবেঙ্গল

আইলিগে ঘরের মাঠে সালগাঁওকরের বিরুদ্ধে ১-০ গোলে জিতল ইস্টবেঙ্গল। প্রথমার্ধে বেশ কয়েকটি গোলের সহজ সুযোগ নষ্ট করে ইস্টবেঙ্গল। বলজিত ও টোলগে সহজ সুযোগ নষ্ট করায় প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে রবিনের মাইনাস থেকে টোলগের দুরন্ত হেডে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এরপর বেশ কয়েকবার চেষ্টা করলেও সমতা ফিরতে পারেননি চিডি-সুয়েকারা।

Updated By: Mar 25, 2012, 08:31 PM IST

আইলিগে ঘরের মাঠে সালগাঁওকরের বিরুদ্ধে ১-০ গোলে জিতল ইস্টবেঙ্গল। প্রথমার্ধে বেশ কয়েকটি গোলের সহজ সুযোগ নষ্ট করে ইস্টবেঙ্গল। বলজিত ও টোলগে সহজ সুযোগ নষ্ট করায় প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে রবিনের মাইনাস থেকে টোলগের দুরন্ত হেডে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এরপর বেশ কয়েকবার চেষ্টা করলেও সমতা ফিরতে পারেননি চিডি-সুয়েকারা।
সালগাঁওকরের ২টি গোল বাতিল করে দেন রেফারি। খেলার একেবারে শেষ লগ্নে রাজু গায়কোয়াড়ের হাতে বল লাগলেও সালগাঁওকরকে পেনাল্টি দেননি রেফারি। রবিবার সালগাঁওকরের বিরুদ্ধে জয়কে তাঁর আমলে সেরা পারফরম্যান্স বলছেন মরগ্যান।
 
এই জয়ের ফলে ২১ ম্যাচে ৩৮ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল ইস্টবেঙ্গল।

.