Boxing Day Test: Tim Paine কি রান আউট ছিলেন? থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে বিতর্ক, উত্তাল সোশ্যাল মিডিয়া
কিন্তু অজি অধিনায়ক টিম পেইনের (Tim Paine) রান আউট নিয়ে থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে বিতর্ক দানা বাঁধল। যা নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া।
নিজস্ব প্রতিবেদন: অ্যাডিলেডে প্রথম টেস্টে হার মানলেও মেলবোর্নে (Melbourne) দ্বিতীয় টেস্টে অজিদের বিরুদ্ধে প্রথম দিনে দাপট দেখাল অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। কিন্তু অজি অধিনায়ক টিম পেইনের (Tim Paine) রান আউট নিয়ে থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে বিতর্ক দানা বাঁধল। যা নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া।
ঠিক কী হয়েছিল?
অস্ট্রেলিয়ার ইনিংসের ৫৫তম ওভার চলছিল। বোলিং করছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ক্রিজে ছিলেন ক্যামেরন গ্রিন (Cameron Green) এবং টিম পেইন (Tim Paine)। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে উমেশ যাদবের (Umesh Yadav) থ্রোতে উইকেট ভেঙে দেন ঋষভ পন্থ (Rishabh Pant)। এরপর অন দ্য লাইন বেনিফিট অফ ডাউটে থার্ড আম্পায়ার পল উইলসন (Paul Wilson) টিম পেইনকে (Tim Paine) নট আউট ঘোষণা করেন। তখন ৬ রানে ব্যাটিং করছিলেন পেন (Tim Paine)।
Third umpire watching the replay before pressing Not out.#AUSvIND pic.twitter.com/VUuee69Zfn
— Wasim Jaffer (@WasimJaffer14) December 26, 2020
Spot on. That was out. Wish they could afford afford a higher frame rate camera for these run outs..you know the kinda camera that is in a 100 dollar mobile phone these days. pic.twitter.com/tdgiFnjvf0
— Narvinder Nahal (@NahalJatt) December 26, 2020
কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না আদৌ পেইনের ব্যাট ক্রিজ ক্রস করেছিল কি না! থার্ড আম্পায়ারের এই সিদ্ধান্তে মোটেই খুশি হতে পারেননি রাহানেরা। এমনকী শেন ওয়ার্ন (Shane Warne), ওয়াসিম জাফরের মতো প্রাক্তন ক্রিকেটাররাও সরব হয়ে ওঠেন।