'হেড মাস্টার' ছাড়াই বাংলাদেশ জয় লক্ষ্যে ঢাকা পৌছাল ভারত
ঢাকায় পৌছল ভারতীয় ক্রিকেট দল। বাংলাদেশে একটি টেস্ট ও তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত। ওয়ান ডে ম্যাচে নেতৃত্ব দেবেন ধোনি। টেস্ট দলের অধিনায়ক রয়েছেন বিরাট কোহলি।
!['হেড মাস্টার' ছাড়াই বাংলাদেশ জয় লক্ষ্যে ঢাকা পৌছাল ভারত 'হেড মাস্টার' ছাড়াই বাংলাদেশ জয় লক্ষ্যে ঢাকা পৌছাল ভারত](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/06/08/38828-india8-6-15.jpg)
ওয়েব ডেস্ক: ঢাকায় পৌছল ভারতীয় ক্রিকেট দল। বাংলাদেশে একটি টেস্ট ও তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত। ওয়ান ডে ম্যাচে নেতৃত্ব দেবেন ধোনি। টেস্ট দলের অধিনায়ক রয়েছেন বিরাট কোহলি।
আজ দলের সঙ্গে অবশ্য ধোনি যাননি। তিনি পরে দলের সঙ্গে যোগ দেবেন। একমাত্র টেস্টটি শুরু হচ্ছে দশই জুন থেকে। হেড কোচ ছাড়াই বাংলাদেশ সফরে চলেছে ভারত। এই প্রসঙ্গে রবি শাস্ত্রী জানান, "আমরা হেড-কোচ ছাড়াই বাংলদেশ সফর জিতব।"
অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট টিম ম্যানেজার খালেদ মামুদ পদ থেকে সরে দাঁড়ান। টেস্ট শুরুর আগেই পারিবারিক কারণ দেখিয়ে খালেদ মামুদ অবসর নেওয়াতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অস্বস্তিতে রয়েছে। বিসিবির অপারেশন কমিটির প্রধান নাইমুর রহমান এই বিষয়ে কথা বলতে অস্বীকার করেন।