COVID-19: দেশের করোনা যুদ্ধে ৩০ কোটি টাকা দিল Sunrisers Hyderabad
এক-আধ কোটি টাকা নয়, ৩০ কোটি টাকার বিরাট আর্থিক অনুদান দিল অরেঞ্জ আর্মি।
নিজস্ব প্রতিনিধি: দেশের করোনা (COVID-19) যুদ্ধে এবার সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। এক-আধ কোটি টাকা নয়, ৩০ কোটি টাকার বিরাট আর্থিক অনুদান দিল অরেঞ্জ আর্মি। সান গোষ্ঠীর আইপিএল ফ্যাঞ্চাইজি সানরাইজার্স। তারাই এই অনুদান দিল। নিজামের শহরের টিম টুইট করে সোমবার এই খবর জানিয়েছে।
Sun TV (SunRisers Hyderabad) is donating Rs.30 crores to provide relief to those affected by the second wave of the Covid-19 pandemic. pic.twitter.com/P6Fez9DuLo
(@SunRisers) May 10, 2021
আরও পড়ুন: IPL 2021: কোভিডকে হারিয়ে সম্পূর্ণ সুস্থ Varun ও Sandeep, বাড়ি ফিরে এলেন দুই KKR ক্রিকেটার
রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংসের পর এবার আসরে নেমেছে কেন উইলিয়ামসনের সানরাইজার্স। তারা অনুদান দেওয়ার ঘোষণা করার পাশাপাশি জানিয়েছে যে, দেশের ভয়ঙ্কর অক্সিজেন ঘাটতি ও অনান্য স্বাস্থ্য পরিষেবায় ব্যবহৃত হবে এই অর্থ। কেন্দ্র ও রাজ্য সরকারের স্বাস্থ্য সংক্রান্ত প্রকল্পেও কাজে লাগানো হবে এই টাকা। সান কর্তৃপক্ষ আরও বলেছে যে, মহামারি যুদ্ধে রণাঙ্গনে থাকা স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকেও সাহায্য করবে তারা।