South Africa vs Zimbabwe | T20 World Cup 2022: বৃষ্টির দাপুটে ব্যাটিংয়ে জেতা হল না কোনও দলেরই!

হোবার্টে বৃষ্টি দাপুটে ব্যাটিং না করলে দক্ষিণ আফ্রিকা হেসে খেলে জিম্বাবোয়েকে হারিয়ে দিত। কিন্তু প্রকৃতির সামনে সকলেই নীরব দর্শক। দক্ষিণ আফ্রিকার জিতে বিশ্বকাপ শুরু করা হল না। ভাগাভাগি হয়ে গেল পয়েন্ট।

Updated By: Oct 24, 2022, 07:31 PM IST
South Africa vs Zimbabwe | T20 World Cup 2022: বৃষ্টির দাপুটে ব্যাটিংয়ে জেতা হল না কোনও দলেরই!
ম্যাচে বারবার দেখা গেল এই দৃশ্য। ছবি-আইসিসি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অস্ট্রেলিয়ার খামখেয়ালি আবহাওয়ার কোপে পড়ল দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবোয়ে ( South Africa vs Zimbabwe) ম্যাচ। সোমবার টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও জিম্বাবোয়ে (Bangladesh vs Netherlands)। হোবার্টের বেলেরিভ ওভালে (Bellerive Oval, Hobart) প্রথম ম্যাচ নির্বিঘ্নেই খেলা হল। কিন্তু একই ভেন্যুতে টেম্বা বাভুমা বনাম ক্রেইগ এরভিনদের ম্যাচ ভেস্তে গেল বৃষ্টির দাপুটে ব্যাটিংয়ে। এদিন খারাপ আবহাওয়ার জন্য কুড়ির বদলে নয় ওভারের ম্যাচ হবে বলেই সিদ্ধান্ত নেওয়া হয়। টস জিতে প্রথমে ব্যাট করে জিম্বাবোয়ে নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৭৯ রান তোলে। ওয়েসলে ম্যাডহিভিয়ার ১৮ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। তিনিই জিম্বাবোয়ের সর্বোচ্চ স্কোরার। অন্যদিকে প্রোটিয়া বোলারদের মধ্যে গতির তারকা লুঙ্গি নিদি তুলে নেন দুই উইকেট। একটি করে উইকেট পান ওয়েন পারনেল ও অ্যানরিচ নোকিয়া। 

আরও পড়ুন: Bangladesh vs Netherlands | T20 World Cup 2022: তাসকিন আগুনে ভস্মীভূত 'অরেঞ্জ আর্মি'

ম্যাচ জেতার জন্য় দক্ষিণ আফ্রিকার টার্গেট দাঁড়ায় ৭ ওভারে ৬৪। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন ওরফে ডিএলএস মেনে ওভার ও টার্গেট বদলে যায়। এই রান তাড়া করতে নেমে কোনও উইকেট না হারিয়েই কুইন্টন ডি কক (১৮ বলে ৪৭) ও বাভুমার (২ বলে ২) জুটি তিন ওভারেই ৫১ রান তুলে ফেলেছিল। বৃষ্টি ফর্মে না থাকলে প্রোটিয়া বাহিনী যে এই ম্যাচ হাসতে হাসতে জিতে যেত, তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ ডি কক ছিলেন আগুনে মেজাজে। কিন্তু দক্ষিণ আফ্রিকার ইনিংসের তিন ওভারের পরেই ফের বৃষ্টি শুরু হয়। পরিস্থিতি খতিয়ে দেখে ম্যাচ আধিকারিকরা সিদ্ধান্ত নেন খেলা বাতিল করার। দুই দলের মধ্যে ভাগাভাগি হয়ে যায় পয়েন্ট। আইসিসি খারাপ আবহাওয়ার কথা মাথায় রেখেই বিশ্বকাপে 'রিজার্ভ ডে' ওরফে সংরক্ষিত দিনের কথা ভেবেছে। তবে এই অতিরিক্ত দিন বরাদ্দ শুধুমাত্র সেমিফাইনাল ও ফাইনালের জন্য। দিনের দিন বৃষ্টির জন্য ম্যাচের আয়োজন করা না গেলে খেলা গড়াবে রিজার্ভ ডে'তে। সেমিফাইনাল এবং ফাইনালে যদি ন্যূনতম পাঁচ ওভারের ম্য়াচও না করা যায়, সেক্ষেত্রে খেলা হবে  রিজার্ভ ডে-তে। বৃষ্টি বা অন্য যে কোনও পরিস্থিতির জন্যই প্রযোজ্য হবে সংরক্ষিত দিন। আগামী ৯ ও ১০ নভেম্বর হবে দু'টি সেমিফাইনাল। প্রথম সেমি হবে সিডনিতে। দ্বিতীয় সেমি হবে অ্যাডিলেডে। আর মেগাফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.