কিশোর কুমারের গানে মাতিয়ে দিলেন রায়না
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ত্রিদেশীয় নিদহাস ট্রফিতে সোমবার ভারতের সামনে আয়োজক শ্রীলঙ্কা। লঙ্কানদের বিরুদ্ধে নামার আগে রবিবার ফুরফুরে মেজাজে পাওয়া গেল সুরেশ রায়নাকে।
![কিশোর কুমারের গানে মাতিয়ে দিলেন রায়না কিশোর কুমারের গানে মাতিয়ে দিলেন রায়না](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/03/11/112587-raina.jpg)
নিজস্ব প্রতিবেদন: শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ত্রিদেশীয় নিদহাস ট্রফিতে সোমবার ভারতের সামনে আয়োজক শ্রীলঙ্কা। লঙ্কানদের বিরুদ্ধে নামার আগে রবিবার ফুরফুরে মেজাজে পাওয়া গেল সুরেশ রায়নাকে।
VIDEO: You've seen him on the field, but ever seen him SING a Kishore Kumar classic? Presenting - @ImRaina the SINGER #TeamIndiahttps://t.co/yhvRwmbnDd pic.twitter.com/llB03VW4fH
— BCCI (@BCCI) March 11, 2018
হোটেলের লবিতে মিউজিশিয়ানদের সঙ্গে কিশোর কুমারের গানে গলা মেলালেন রায়না। নিজের জায়গা ছেড়ে উঠে '...ইয়ে সাম মস্তানি' গানের সুরে মাতিয়ে দিলেন বাঁ হাতি রায়না। সতীর্থদের পাশাপাশি রায়নার গান সকলেরই মন জয় করে নেয়। নিচের লিঙ্কে ক্লিক করে দেখুন সেই ভিডিও ...
http://www.bcci.tv/videos/id/6200/suresh-raina-sings-a-kishore-kumar-classic
বোর্ডের টুইটারে সেই গানের ভিডিও পোস্ট হতেই সোশ্যাল মিডিয়ায় রায়নার প্রশংসা শুরু হয়ে যায়। দীর্ঘ একবছর পর জাতীয় দলে ফিরে টি-টোয়েন্টিতে ভালো পারফর্ম করে নিজের জায়গা নিশ্চিত করতে মরিয়া সুরেশ রায়না।
খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়