ইডেন টেস্টের দ্বিতীয় দিন 'ভূবন'ভোলানো ঋদ্ধিমান সাহা
ইডেন টেস্টের দ্বিতীয় দিন শুধুই ভারতের। কিছুটা সময় ঋদ্ধিমান সাহার তো কিছুটা সময় ভুবনেশ্বর কুমারের। আসলে লাভ ভারতেরই। আর ক্ষতি হল নিউজিল্যান্ডের। গতকালকের ৭ উইকেটে ২৩৯ রান হাতে নিয়ে আজ খেলতে নেমেছিল ভারত। প্রথম ইনিংসে ভারত শেষ করল ৩১৬ রানে। সৌজন্যে ঋদ্ধিমা্ন সাহা। খেললেন ইপরাজিত ৫৪ রানের দুর্দান্ত ইনিংস। কিউয়িদের হয়ে তিনটি উইকেট নেন হেনরি।
![ইডেন টেস্টের দ্বিতীয় দিন 'ভূবন'ভোলানো ঋদ্ধিমান সাহা ইডেন টেস্টের দ্বিতীয় দিন 'ভূবন'ভোলানো ঋদ্ধিমান সাহা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/10/01/67207-bhuban1-10-16.jpg)
ওয়েব ডেস্ক: ইডেন টেস্টের দ্বিতীয় দিন শুধুই ভারতের। কিছুটা সময় ঋদ্ধিমান সাহার তো কিছুটা সময় ভুবনেশ্বর কুমারের। আসলে লাভ ভারতেরই। আর ক্ষতি হল নিউজিল্যান্ডের। গতকালকের ৭ উইকেটে ২৩৯ রান হাতে নিয়ে আজ খেলতে নেমেছিল ভারত। প্রথম ইনিংসে ভারত শেষ করল ৩১৬ রানে। সৌজন্যে ঋদ্ধিমা্ন সাহা। খেললেন ইপরাজিত ৫৪ রানের দুর্দান্ত ইনিংস। কিউয়িদের হয়ে তিনটি উইকেট নেন হেনরি।
আরও পড়ুন ভারত বনাম নিউজিল্যান্ড টেস্টে একের পর এক পাঞ্চ লাইন বীরুর!
জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষে নিউজিল্যান্ডের রান ৭ উইকেটে ১২৮! হ্যাঁ, ঠিকই পড়লেন। ওটা ৭ উইকেটে ১২৮! এবার সৌজন্যে ভুবনেশ্বর কুমার। মাত্র ১০ ওভার বল করে ৩৩ রানের বিনিময়ে তুলে নিলেন একাই ৫টি উইকেট! রস টেলর ৩৬ এবং রোঞ্চি ৩৫ ছাড়া আর কোনও কিউয়ি ব্যাটসম্যানই বলার মতো রান পাননি।
আরও পড়ুন ক্রিকেটারদের টেস্ট ম্যাচের পারিশ্রমিক বেড়ে গেল দ্বিগুনেরও বেশি!