শেষ ল্যাপে আটকে গেল সাইনার বিজয়রথ
অল্পের জন্য ফরাসি ওপেন জেতা হল না সাইনা নেহওয়ালের। ফ্রেঞ্চ ওপেন সিরিজে ফাইনালে হেরে গেলেন ভারতের ব্যাডমিন্টন রানি। ডেনমার্ক ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পর ফ্রেঞ্চ ওপেনেও ফেভারিট হিসাবে শুরু করেছিলেন সাইনা।
Updated By: Oct 28, 2012, 09:14 PM IST
অল্পের জন্য ফরাসি ওপেন জেতা হল না সাইনা নেহওয়ালের। ফ্রেঞ্চ ওপেন সিরিজে ফাইনালে হেরে গেলেন ভারতের ব্যাডমিন্টন রানি। ডেনমার্ক ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পর ফ্রেঞ্চ ওপেনেও ফেভারিট হিসাবে শুরু করেছিলেন সাইনা।
ফাইনালেও জাপানের মিনাত্সু মিতানির বিরুদ্ধে শুরুটা ভাল করলেও খেলা ধরে রাখতে ব্যর্থ হন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী ভারতের এই শাটলার। এগিয়ে থেকেও প্রথম গেম হাতছাড়া করেন ১৯-২১পয়েন্টে। দ্বিতীয় গেমে মিতানি দাঁড়াতেই দেননি সাইনাকে। এই গেম ২১-১১ জিতে ফ্রেঞ্চ ওপেন সিরিজে চ্যাম্পিয়ন হন মিতানি।