অস্ট্রেলিয়াকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন না কোচ অনিল কুম্বলে
শক্তিশালি দল হলেও অস্ট্রেলিয়াকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন না ভারতীয় দলের কোচ অনিল কুম্বলে। প্রতিপক্ষ নয়, নিজেদের খেলার উপর ফোকাস রাখতে চান জাম্বো।
![অস্ট্রেলিয়াকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন না কোচ অনিল কুম্বলে অস্ট্রেলিয়াকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন না কোচ অনিল কুম্বলে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/02/21/79215-kumble.jpg)
ব্যুরো: শক্তিশালি দল হলেও অস্ট্রেলিয়াকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন না ভারতীয় দলের কোচ অনিল কুম্বলে। প্রতিপক্ষ নয়, নিজেদের খেলার উপর ফোকাস রাখতে চান জাম্বো।
বৃহস্পতিবার থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। এর আগে হোম সিরিজে অসিদের চার-শূন্য ফলে হারিয়ে ছিল টিম ইন্ডিয়া। ভারতীয় দলের কোচ অনিল কুম্বলের দাবি অস্ট্রেলিয়া সিরিজের আগে প্রস্তুতি ভালই হয়েছে তাঁর দলের। ক্যাঙ্গারুদের বিরুদ্ধে সিরিজের আগে নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং বাংলাদেশকে টেস্টে হারিয়েছে ভারত। তবে আত্মতুষ্ট হচ্ছেন না জাম্বো। অস্ট্রেলিয়া শক্ত প্রতিপক্ষ হলেও স্টিভ স্মিথ এণ্ড কোম্পানিকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন না কোহলিদের কোচ।
প্রতিপক্ষকে নিয়ে না ভেবে নিজেদের খেলার উপরই ফোকাস রাখতে চান বলে জানিয়েছেন কুম্বলে।