টানা বৃষ্টিতে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের আগে ইডেনের পিচ তৈরিতে সমস্যা
Updated By: Sep 2, 2017, 11:28 PM IST
ওয়েব ডেস্ক : টানা বৃষ্টিতে ইডেনের পিচ তৈরিতে সমস্যায় সিএবি। ২১ সেপ্টেম্বর ভারত-অস্ট্রেলিয়া একদিনের ম্যাচ হবে ইডেনে। অথচ শুক্রবার থেকে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। ইডেনের মালিরা বৃষ্টির জন্য পিচ তৈরির কাজ করতে পারছেন না। সাতদিন রোদ না পেলে তারা পিচ তৈরি করতে পারবেন না বলে জানিয়েছেন পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়। তাঁর কথায়, পিট তৈরির কাজ না করতে পারলে, খেলায় পিচের চরিত্র কী হতে পারে তা এখনই বলা সম্ভব নয়। আর তা নিয়েই দেখা দিয়েছে ধোঁয়াশা।
আরও পড়ুন- বাংলার হয়েই খেলছেন প্রজ্ঞান, ধোঁয়াশা কাটাল সিএবি
বৃষ্টি চলতে থাকায় ইডেনের ম্যাচ নিয়ে সিএবি কর্তাদেরও কপালে ভাঁজ পড়েছে। কারণ সিএবি-র এই ম্যাচের আগে বড় করে অনুষ্ঠান করারও পরিকল্পনা রয়েছে। প্রাক্তন বোর্ড সভাপতি জগমোহন ডালমিয়া স্মারক একটি বক্তৃতারও পরিকল্পনা নিয়েছে সিএবির।