WATCH | Rahul Dravid: দুর্ঘটনার কবলে রাহুল দ্রাবিড়! মাঝরাস্তায় হারালেন মেজাজ, দেখুন সেই ভিডিয়ো...

Rahul Dravid: কারণ চালকের আসন থেকে বেড়িয়ই তিনি অটো চালককে প্রশ্ন করতে শুরু করলেন কেন এইভাবে চালাচ্ছিলেন তিনি। উত্তেজনার বশে শুধুই চিৎকার-চেঁচামেচিই করলেন না।  ধোনি তখন দলে নতুন। ধোনি এমন একটা শট নিয়েছিল যার জন্য পয়েন্টে ক্যাচ উঠে গিয়েছিল।

Updated By: Feb 5, 2025, 01:02 PM IST
WATCH | Rahul Dravid: দুর্ঘটনার কবলে রাহুল দ্রাবিড়! মাঝরাস্তায় হারালেন মেজাজ, দেখুন সেই ভিডিয়ো...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুর্ঘটনার কবলে পড়লেন প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড়। ইন্ডিয়া টিমের প্রাক্তন কোচের গাড়ির সঙ্গে একটি পণ্যবাহী অটোর ধাক্কা লাগে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ৬টা নাগাদ। বেঙ্গালুরু ক্যানিংহ্যাম রোডে একটি পণ্যবাহী অটো রাহুলের গাড়িতে ধাক্কা মারে। দ্রাবিড়ের তাঁর পছন্দের সাদা এসইউভিটি নিজেই চালাচ্ছিলেন। হঠাৎ একটি অটো ধাক্কা মারে, গাড়ি থেকে বেড়িয়ে দেখতে শুরু করলেন নিজের গাড়ি। তারপর যা ঘটল সেটি কেউই ভাবতে পারেননি। সচারচর আমরা সকলের রাহুল দ্রাবিড়কে চিনি সবচেয়ে শান্ত মেজাজের ক্রিকেটার এবং মানুষ হিসেবে। 

কিন্তু সেই চেনা রূপে দেখা গেল না এইদিন। কার্যত বলা চলে মেজাজ হারালেন তিনি। কারণ চালকের আসন থেকে বেড়িয়ই তিনি অটো চালককে প্রশ্ন করতে শুরু করলেন কেন এইভাবে চালাচ্ছিলেন তিনি। অটো চালকের উত্তরে কার্যত সন্তুষ্ট হননি সেটা ভিডিয়ো দেখেই বোঝা যাচ্ছিল। কারণ কথা বলতে বলতে নিজের মাথা চাপড়াচ্ছিলেন তিনি।   দেখাচ্ছিলেন গাড়ির কোন অংশে ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। 

আরও পড়ুন: 'ইতিহাসের শ্রেষ্ঠ ফুটবলার আমি, তবে মেসি...'! ১০ বনাম ৭ বিতর্কের ইতি টানলেন পর্তুগিজ

যদিও গোটা ঘটনায় কোন প্রকার চোটআঘাত লাগেনি দ্রাবিড়ের। কিন্তু গাড়ির সামনের কিছুটা অংশ তুবড়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে হঠাৎ করে অটোটি ব্রেক কষার কারণেই এই ঘটনাটি ঘটেছে। যদিও যেকোনো ধরণের বড় দুর্ঘটনা ঘটে পারত বলেই মনে করছেন সকলে। দুজনের মধ্যেই কথা কাটাকাটি ও বচসা চলে। এর চাইতে বেশি কিছু হয়নি। দুজনেরই গতিবেগ খুবই কম ছিল। তাই অল্পের জন্যই রক্ষা পেলেন দুজনেই। 

যদিও এই ঘটনাটির পর অনেকেই বলেছেন দ্রাবিড় নাকি ‘ইন্দিরানগর কা গুণ্ডা'। কারণ তিনি 'ক্রেড' (ক্রেডিট কার্ডের পেমেন্ট নিয়ে এই সংস্থা কাজ করে) এর বিজ্ঞাপনে এক অন্যই রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) দেখেছে দেশবাসী। চিত্রনাট্যের প্রয়োজনে অত্যন্ত ঠান্ডা মাথার দ্রাবিড় উত্তেজনার বশে শুধুই চিৎকার-চেঁচামেচিই করলেন না, দেশের প্রাক্তন কিংবদন্তিকে অন্যের গাড়ির কাঁচ ভাঙতেও দেখা গিয়েছিল। আর রণংদেহী দ্রাবিড় নিজেকে ‘ইন্দিরানগর কা গুন্ডা’ বলে দাবি করেছিলেন। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় #IndiranagarKaGunda ট্রেন্ডিং শুরু হয়। বিজ্ঞাপনেই নয়, দ্রাবিড় বাস্তবেও মেজাজ হারিয়ে ছিলেন খেলার মাঠে। বেজায় চটেছিলেন দেশের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক এমএস ধোনির (MS Dhoni) উপর।  

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ মহড়ায় ভারত, রইল ব্রিটিশদের বিরুদ্ধে ৫০-এর খেলের সব তথ্য

উলেখ্য, 'ক্রিকবাজ'-এর হয়ে একটি ভিডিও-তে কথোপকথনে মেতেছিলেন বীরেন্দ্র শেহওয়াগ (Virendra Sehwag) ও আশিস নেহরা (Ashish Nehra)। দেশের প্রাক্তন পেসারই জানিয়েছেন যে, তিনি দ্রাবিড়কে একবার বিরাট রাগতে দেখেছিলেন ধোনির ওপর। নেহরা বলছেন, "আমি রাহুল দ্রাবিড়কে রাগতে দেখেছিলাম। আমরা তখন পাকিস্তান ট্যুরে। ধোনি তখন দলে নতুন। ধোনি এমন একটা শট নিয়েছিল যার জন্য পয়েন্টে ক্যাচ উঠে গিয়েছিল। দ্রাবিড় প্রচণ্ড রেগে গিয়ে ধোনিকে বলেছিল, এভাবে তুমি খেললে, খেলাটাই শেষ করে দেবে। আমি দ্রাবিড়ের ইংরাজি শুনে চমকে গিয়েছিলাম। অর্ধেক বুঝতেই পারিনি। পরে ধোনি যখন ব্যাট করতে নেমেছিল, আমি দেখলাম ও সেভাবে শট নিচ্ছিল না। আমি ওকে জিজ্ঞসা করেছিলান, যে ঠিক কী হয়েছিল? ধোনি বলেছিল, ও আর দ্রাবিড়ের কাছে বকা খেতে চায় না। ও ঠান্ডা মাথায় ম্যাচ শেষ করেই ফিরে আসতে চায় বলেছিল।"

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.