Preity Zinta Loan Controversy | IPL 2025: ৯২৫ মিলিয়ন ডলারের IPL দলের মালকিন, BJP-যোগে ১৮ কোটির ঋণ মকুব? বিস্ফোরক প্রীতি...

Preity Zinta Loan Controversy: ঋণ বিতর্কে নাম জড়িয়েছে প্রীতি জিন্টার! অভিনেত্রীদের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ কংগ্রেসের!

Updated By: Feb 25, 2025, 02:52 PM IST
Preity Zinta Loan Controversy | IPL 2025: ৯২৫ মিলিয়ন ডলারের IPL দলের মালকিন, BJP-যোগে ১৮ কোটির ঋণ মকুব? বিস্ফোরক প্রীতি...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) পরেই শুরু আইপিএল (IPL 2025)। দেশ-বিদেশের ক্রিকেট ভক্তরা, সারা বছর এই টুর্নামেন্টের অপেক্ষায় থাকেন। আগামী ২২ মার্চ আইপিএলের বোধন ইডেন গার্ডেন্সে। ক্রিকেটের নন্দনকাননেই মেগাফাইনাল ২৬ মে। লিগের পূর্ণাঙ্গ সূচি ঘোষিত হয়ে গিয়েছে।

এবার আইপিএলের ১৮তম সংস্করণের বল গড়ানোর অপেক্ষা। আইপিএলে এবার দুরন্ত স্কোয়াড তৈরি করেছে পঞ্জাব কিংস (Punjab Kings in IPL 2025), ব্যাটে-বলে দুর্দান্ত সব তারকারা রয়েছে। বাজারে এই দলের ৯২৫ মিলিয়ন মার্কিন ডলারের মূল্যায়ন। ফ্র্যাঞ্চাইজির অন্যতম মালিকানা রয়েছে বলি অভিনেত্রী প্রীতি জিন্টারও (Preity Zinta)।

আরও পড়ুন: আয়োজকদেরই লজ্জার বিদায়! অশান্তির আগুনে জ্বলছে পাকিস্তান, চাকরি যাচ্ছে হেড কোচের

সম্প্রতি মহাকুম্ভে ডুব দেওয়া প্রীতির সময় কিন্তু ভালো যাচ্ছে না। ঋণ বিতর্কে জড়িয়েছে তাঁর নাম! 'কংগ্রেস কেরালা' নামে এক্স হ্যান্ডেলে একটি অ্যাকাউন্ট রয়েছে। সেখানে একটি খবরের শিরোনামের স্ক্রিনশটের সঙ্গে প্রীতির ছবি জুড়ে লেখা হয়েছে 'সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি বিজেপিকে দিয়ে ১৮ কোটি টাকা মুকুব করিয়েছেন। গত সপ্তাহে ব্যাংকের অবস্থা ভেঙে পড়েছে। আমানতকারীরা তাঁদের টাকার জন্য রাস্তায় নেমেছেন।' 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

এই পোস্টের পর আর চুপ করে থাকেননি প্রীতি। অভিনেত্রী 'কংগ্রেস কেরালা'র পোস্ট তুলে পাল্টা লিখলেন, 'না, আমি নিজেই আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি নিয়ন্ত্রণ করি। ভুয়ো খবর প্রচারের জন্য আপনাদের লজ্জা হওয়া উচিত! কেউ আমার জন্য কোনও ঋণ অনুমোদন করেনি। আমি অবাক হয়ে যাচ্ছি এটা ভেবে যে, একটি রাজনৈতিক দল বা তাদের প্রতিনিধি আমার নাম এবং ছবি ব্যবহার করে ভুয়ো খবর প্রচার করছে। তার সঙ্গেই জঘন্য রটনা এবং ক্লিক বেইট চালাচ্ছে।' প্রীতি ঋণের প্রসঙ্গেও সোজা ব্যাটেই খেলেছেন। তিনি লেখেন, 'রেকর্ডের জন্য জানিয়ে রাখি, ১০ বছর কিংবা তারও আগে একটি ঋণ নেওয়া হয়েছিল। যা পুরোপুরি ফেরত দেওয়া হয়েছে। আশা করি বিষয়টি স্পষ্ট করতে পেরেছি। ভবিষ্যতে কোনও ভুল বোঝাবুঝি না হওয়ায় সাহায্য করবে।' 

আরও পডুন: 'ভারতের জন্য ২২ জন পুরোহিত ছিল স্টেডিয়ামে'! পাগলে কী না বলে, ছাগলে কী না খায়...

নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাংকের দুর্দশা ও প্রীতির বিজেপি-যোগকেই হাতিয়ার করেছিল কংগ্রেস। প্রীতি বিয়ের পর দীর্ঘদিন হয়ে গেল লন্ডনের বাসিন্দা। কিন্তু শিমলার মেয়ের নিয়মিত ভারতে যাতায়াত রয়েছে। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.