কলকাতাকে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল মুম্বই

রবিবার ওয়াংখেড়েতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কলকাতার অধিনায়ক দীনেশ কার্তিক। সূর্যকুমার যাদব এবং এভিন লিউইসের ৯১ রানের ওপেনিং পার্টনারশিপ বড় রানের ভিত গড়ে দেয় মুম্বইয়ের।

Updated By: May 6, 2018, 08:42 PM IST
কলকাতাকে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল মুম্বই
সৌজন্যে- পিটিআই

নিজস্ব প্রতিবেদন : ব্যাটে-বলে দুরন্ত হার্দিক পান্ডিয়া। রবিবার ঘরের মাঠে কলকাতাকে ১৩ রানে হারাল রোহিত শর্মার মুম্বই। পঞ্জাবের পর কলকাতা। পর পর দুটো ম্যাচ জিতে প্লে-অফে যাওয়ার আশা জিইয়ে রাখল মুম্বই।

আরও পড়ুন- ভার্চুয়ালের 'নেশা' ছাড়াতে নয়া প্রজন্মকে টিপস বিরাটের

রবিবার ওয়াংখেড়েতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কলকাতার অধিনায়ক দীনেশ কার্তিক। সূর্যকুমার যাদব এবং এভিন লিউইসের ৯১ রানের ওপেনিং পার্টনারশিপ বড় রানের ভিত গড়ে দেয় মুম্বইয়ের। ৪৩(২৮) রান করেন লিউইস, সূর্য কুমার করেন ৫৯ (৩৯) রান। দুজনকেই প্যাভিলিয়নে পাঠান আন্দ্রে রাসেল। শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে মুম্বই। ২০ বলে ৩৫ রান করেন হার্দিক। রাসেলের পাশাপাশি সুনীল নারিনও ২টি উইকেট নেন।

আরও পড়ুন- বিরাটকে টপকে চড়চড় করে উপরে উঠছেন ধোনি

১৮২ রানের টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে কলকাতা। এদিন ক্রিস লিনের সঙ্গে শুভমান গিলকে ওপেন করতে পাঠায় কলকাতা। ব্যর্থ হলেন দু'জনেই। রবিন উথাপ্পা-নীতীশ রানা জুটি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। রানা ৩১ রানে আউট হলেন। কাজে এল না উথাপ্পার ৩৫ বলে ৫৪ রানের ইনিংস। অধিনায়ক দীনেশ কার্তিক ৩৬ রানে অপরাজিত থাকলেও দলকে জয় এনে দিতে ব্যর্থ। শেষপর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে কলকাতা। দুরন্ত বোলিং করলেন হার্দিক পান্ডিয়া। ৪ ওভারে ১৯ রান দিয়ে তুলে নিলেন ২টি উইকেট। ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরাও হয়েছেন হার্দিক।   

.