কাঙ্খিত জয়ের খোঁজে কাল ঘরের মাঠে রাংডাজায়েডের মুখোমুখি সবুজ-মেরুন

রবিবার ঘরের মাঠে রাংডাজায়েডের বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান। টানা জয়ের মুখ না দেখা কোচ করিম বেঞ্চারিফার কাছে রাংডাজায়েডের বিরুদ্ধে এই ম্যাচের একমাত্র লক্ষ্য দলের হারিয়ে যাওয়া শান্তি ফিরিয়ে আনা।

Updated By: Nov 30, 2013, 10:30 PM IST

রবিবার ঘরের মাঠে রাংডাজায়েডের বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান। টানা জয়ের মুখ না দেখা কোচ করিম বেঞ্চারিফার কাছে রাংডাজায়েডের বিরুদ্ধে এই ম্যাচের একমাত্র লক্ষ্য দলের হারিয়ে যাওয়া শান্তি ফিরিয়ে আনা।

তার জন্য করিমের প্রয়োজন,কাঙ্খিত জয়।রবিবাসরীয় যুবভারতীতে রাংডাজায়েডের ম্যাচ এখন করিমের কাছে দলে শান্তি ফেরানোর ম্যাচ।মহমেডান স্পোর্টিং ম্যাচে ড্রয়ের পর দলের আত্মবিশ্বাস তলানিতে।প্রতিপক্ষে লিগ টেবিলের নীচে থাকা রাংডাজায়েডের বিরুদ্ধে খেলতে নামার আগে তাই মোহনবাগানে এখনও চাপের পরিবেশ।সুব্রত পাল,গৌরমাঙ্গি সিংয়ের মত আইএমজি ফেরত ফুটবলার আসায় মোহনবাগান কোচ করিমের মতে,সন্তোষ কাশ্যপের দলের শক্তি অনেক বেড়ে গিয়েছে।আঠারোজনের দলে কয়েকটি পরিবর্তন হলেও,প্রথম একাদশে পরিবর্তনের সম্ভাবণা কম।রাংডাজায়েডের বিরুদ্ধে শুরুতেই গোল চাইছে মোহনবাগান।করিমের মতে,এই গোলটাই হয়ত ফিরিয়ে আনতে পারে দলের হারিয়ে যাওয়া শান্তি।

আক্রমণে এরিক-ওডাফা জুটির পেছনে থাকবেন কাতসুমি। কোচ করিমের ভাবনা রয়েছে,রাম মালিক বা সাবিথের মধ্যে একজনকে প্রথম একাদশে রাখার।

.