গোল করার উন্মাদনায় মেরুদণ্ডের আঘাতে মিজো ফুটবলারের মৃত্যু
খেলার মাঠে অঘটন। মিজোরাম প্রিমিয়ার লিগ ম্যাচে আইজলের বেথলেহেম ভেঙথালঙ এফসির পিটার বিকাসাংজুয়ালা ৬২ মিনিটের মাথায় গোল করে সমতা ফেরান। কিন্তু তারপরই ঘটে অঘটন।
Updated By: Oct 21, 2014, 01:49 PM IST
![গোল করার উন্মাদনায় মেরুদণ্ডের আঘাতে মিজো ফুটবলারের মৃত্যু গোল করার উন্মাদনায় মেরুদণ্ডের আঘাতে মিজো ফুটবলারের মৃত্যু](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/10/20/30212-mizo.jpg)
ওয়েব ডেস্ক: খেলার মাঠে অঘটন। মিজোরাম প্রিমিয়ার লিগ ম্যাচে আইজলের বেথলেহেম ভেঙথালঙ এফসির পিটার বিকাসাংজুয়ালা ৬২ মিনিটের মাথায় গোল করে সমতা ফেরান। কিন্তু তারপরই ঘটে অঘটন।
মিজোরামের ২৩ বছর বয়সী এই ফুটবলার গোল করার পর আনন্দে শূণ্যে ব্যাক ভলি দেয়। সেখানে আহত তিনি। স্পাইনাল কর্ডে আঘাত লাগে। প্রচন্ড ব্যাথা নিয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে।
আইজল সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। স্পাইনাল কর্ডে জরুরি অপারেশন করাতে ব্যর্থ হন ডাক্তাররা। রবিবার মৃত্যু হয় পিটারের।
সেদিনের ম্যাচে ২-৩ হেরেছিল তাঁর দল।