AUS vs IND: আট মাস পরে রেট্রো লুকে অজিদের বিরুদ্ধে মাঠে নামছে টিম ইন্ডিয়া, চিন্তায় টিম কম্বিনেশন
কী হবে ভারতের টিম কম্বিনেশন! রোহিত শর্মা নেই। তাই শিখর ধাওয়ান এর সঙ্গে ওপেনিংয়ে সম্ভবত মায়াঙ্ক আগরওয়াল।
নিজস্ব প্রতিবেদন: করোনা পরবর্তী সময়ে শুক্রবার থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বিরাট কোহলির টিম ইন্ডিয়া। ডনের দেশে অজিদের বিরুদ্ধে একদিনের সিরিজ দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করছে কোহলির ভারত। বিরানব্বই সালের নেভি ব্লু রঙের মেট্রো জার্সি পড়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে মাঠে নামবেন কোহলি-রাহুলরা।একই সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে, মাঠে আবার দর্শক ফিরছে ভারত-অস্ট্রেলিয়া একদিনের ম্যাচে। অজি দর্শকদের সামনে নিজেদের সেরা পারফরম্যান্স করতে মরিয়া বিরাট কোহলিরা।
If you perform well in Australia, you get a lot of respect from local public and the fans: @imVkohli #TeamIndia #AUSvIND pic.twitter.com/BacT7zhbTa
— BCCI (@BCCI) November 26, 2020
কী হবে ভারতের টিম কম্বিনেশন! রোহিত শর্মা নেই। তাই শিখর ধাওয়ান এর সঙ্গে ওপেনিংয়ে সম্ভবত মায়াঙ্ক আগরওয়াল। রোহিতের অনুপস্থিতিতে তিন নম্বরে বাড়তি চাপ অবশ্যই থাকছে অধিনায়ক বিরাট কোহলির ওপর। উইকেট কিপিং এর দায়িত্ব সামলে পাঁচ নম্বরেই সম্ভবত নামবেন কে এল রাহুল। শ্রেয়স আইয়ার চার নম্বরে। হার্দিক পান্ডিয়াকে খেলানো হবে কিনা তা নিয়ে প্রশ্ন থাকছে! একই সঙ্গে জশপ্রীত বুমরাহ এবং মহম্মদ শামির মধ্যে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর ভাবনা ভারতীয় টিম ম্যানেজমেন্টের। সেক্ষেত্রে নভদীপ সাইনি কিংবা শার্দুল ঠাকুরের জায়গা হতে পারে প্রথম এগারোয়। যুজবেন্দ্র চাহাল এবং রবীন্দ্র জাদেজার জায়গা একপ্রকার নিশ্চিত।
এদিকে ভারতের বিরুদ্ধে নামার আগে কিং কোহলি সম্পর্কে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেই দিলেন, ওয়ান ডে ক্রিকেটে সেঞ্চুরির তালিকায় দ্বিতীয় স্থানে বিরাট। ওর রেকর্ডই যাবতীয় পারফরম্যান্স নিয়ে কথা বলে। কোহলি সর্বকালের সেরা ওডিআই ব্যাটসম্যান। সিরিজ জুড়ে আমাদের কাছে প্রথম টার্গেট ওর উইকেটটাই।
Timing them to perfection! #TeamIndia skipper @imVkohli getting batting ready ahead of the first ODI against Australia #AUSvIND pic.twitter.com/lG1EPoHVKK
— BCCI (@BCCI) November 26, 2020
করোনা পরবর্তী সময়ে ইংল্যান্ড সফরে গিয়ে একদিনের সিরিজে ইংল্যান্ডকে হারিয়েছে অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধেও ঘরের মাঠে সেই ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া ফিঞ্চের দল। এদিকে শুক্রবার ভারত অস্ট্রেলিয়া প্রথম একদিনের ম্যাচের আগে অস্ট্রেলিয়ার প্রয়াত ক্রিকেটার ফিল হিউজকে শ্রদ্ধা জ্ঞাপন করতে স্মিথ-বিরাটদের ৬৩ সেকেন্ডের জন্য নীরবতা পালন করতে দেখা যাবে।
আরও পড়ুন - AUS vs IND:কাল শুরু ওয়ান ডে সিরিজ; কখন, কোথায় দেখবেন Live; জেনে নিন