ইষ্টবেঙ্গল ক্লাব মনোরঞ্জন ভট্টাচার্যকে আরও গুরু দায়িত্ব দিল

আগামী  মরসুমে শুধু পরামর্শদাতা নয়, ইষ্টবেঙ্গল ক্লাব মনোরঞ্জন ভট্টাচার্যকে আরও গুরু দায়িত্ব দিল। তার ফুটবল জীবনের দীর্ঘ অভিজ্ঞতাকে এবার সরাসরি কাজে লাগাতে চাইছেন লালহলুদ কর্তারা। আগামী মরসুমের জন্য কোচ এবং ফুটবলার বাছাই করবেন প্রাক্তন এই লালহলুদ ডিফেন্ডা। ২০১২ পর আর কোনও জাতীয় পর্যায়ের ট্রফি নেই লালহলুদের ঘরে। তাই বুধবার বিশেষ বৈঠকে সর্বসম্মতভাবে ক্লাবের শীর্ষকর্তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

Updated By: May 17, 2017, 11:41 PM IST
ইষ্টবেঙ্গল ক্লাব মনোরঞ্জন ভট্টাচার্যকে আরও গুরু দায়িত্ব দিল

ওয়েব ডেস্ক : আগামী  মরসুমে শুধু পরামর্শদাতা নয়, ইষ্টবেঙ্গল ক্লাব মনোরঞ্জন ভট্টাচার্যকে আরও গুরু দায়িত্ব দিল। তার ফুটবল জীবনের দীর্ঘ অভিজ্ঞতাকে এবার সরাসরি কাজে লাগাতে চাইছেন লালহলুদ কর্তারা। আগামী মরসুমের জন্য কোচ এবং ফুটবলার বাছাই করবেন প্রাক্তন এই লালহলুদ ডিফেন্ডা। ২০১২ পর আর কোনও জাতীয় পর্যায়ের ট্রফি নেই লালহলুদের ঘরে। তাই বুধবার বিশেষ বৈঠকে সর্বসম্মতভাবে ক্লাবের শীর্ষকর্তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন- চেলসিতে তৈরি হচ্ছে মেসির উত্তরসূরি দশ বছরের ডেনিম নামুদি

বিগত পাঁচ বছর ধরে  কর্তারা কোচ এবং ফুটবলার বাছাই করেছেন। কোনও সাফল্য নেই। তাই এবার কোচ এবং দল গঠনকরার  ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে মনোরঞ্জন ভট্টাচার্যকে। যদি মনোরঞ্জন  মনে করেন তার কোন সহযোগীর দরকার সেক্ষেত্রে তাকে সাহায্য করবেন ভাস্কর গাঙ্গুলি আর তুষার রক্ষিত।  আপাতত  ঘরোয়া লিগের জন্য সম্ভবত কোনও নতুন কোচ আনছে না ইস্টবেঙ্গল।  মৃদুল ব্যানার্জি আর রঞ্জন চৌধুরী জুটিই হয়তো  কাজ চালিয়ে যাবেন। আর তাদের মাথার উপর থাকবে মনোরঞ্জন ভট্টাচার্য,ভাস্কর গাঙ্গুলি আর তুষার রক্ষিতের মত ক্লাবের পরামর্শদাতা কমিটির সদস্যরা। তবে ইস্টবেঙ্গল আইএসএল খেললে চিত্রটা বদলে যাবে। তখন ক্লাবে আসবে নতুন কোচ। সম্ভাব্যের তালিকায় আছেন বেঙ্গালুরু এফ সি-র প্রাক্তন হাইপ্রোফাইল কোচ অ্যাসলে ওয়েস্টউড। এই মুহুর্তে কোনও চাকরি নেই ব্রিটিশ কোচের। ভারতে হন্যে হয়ে ক্লাব খুঁজছেন সুনীলদের প্রাক্তন হেডস্যার। তাই ইস্টবেঙ্গল আইএসএল খেললে লাল-হলুদের হটসিটে দেখা যেতে পারে ওয়েস্টউডকে।

.