UCL 2018-19: মিউনিখে বার্য়ানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে লিভারপুল
প্রতিযোগিতামূলক ফুটবলে লিভারপুলের বিরুদ্ধে জয় অধরাই থেকে গেল বায়ার্ন মিউনিখের।
![UCL 2018-19: মিউনিখে বার্য়ানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে লিভারপুল UCL 2018-19: মিউনিখে বার্য়ানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে লিভারপুল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/03/14/180630-5.jpg)
নিজস্ব প্রতিবেদন: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে অ্যানফিল্ডে লিভারপুল বনাম বায়ার্ন মিউনিখ ম্যাচ গোলশূন্য শেষ হয়েছিল। বুধবার আলিয়াঞ্জ অ্যারিনায় বায়ার্নকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় বছর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে চলে গেল য়ুর্গেন ক্লপের লিভারপুল।
বুধবার আলিয়াঞ্জ অ্যারিনায় নিজেদের মাঠে শুরুতে বেশি সময় পায়ে বল রাখে বায়ার্ন মিউনিখ। গোলের সুযোগও পেয়ে যায়। কিন্তু সহজ সুযোগ হাতছাড়া করেন রবার্ট লেওয়ানডস্কি। অন্যদিকে নিজেদের গুছিয়ে নিতে একটু সময় নেয় লিভারপুল। ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়ে বায়ার্নের রক্ষণে চাপ বাড়ায় লিভারপুল। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। ২৬মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন সাদিও মানে। ৩৯ মিনিটে মাতিপের আত্মঘাতী গোলে সমতায় ফেরে বায়ার্ন মিউনিখ। প্রথমার্ধ শেষে স্কোরলাইন ১-১।
GET INNNNNNNN!!!
MASSIVE PERFORMANCE!! #AllezAllezAllez
— Liverpool FC (@LFC) March 13, 2019
৬৯ মিনিটে আবারও এগিয়ে যায় লিভারপুল। জেমস মিলনারের কর্নারে হেডে গোল করেন ভার্জিল ফন ডাইক। আর ৮৪মিনিটে স্কোরলাইন ৩-১ করেন সেই সাদিও মানে। দুই লেগ মিলিয়ে ৩-১ গোলে জিতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, ম্যাঞ্চেস্টার সিটি ও টটেনহ্যাম হটস্পারের পর ইংলিশ প্রিমিয়ার লিগের চতুর্থ দল হিসেবে এবারের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠল লিভারপুল। সেই সঙ্গে প্রতিযোগিতামূলক ফুটবলে লিভারপুলের বিরুদ্ধে জয় অধরাই থেকে গেল বায়ার্ন মিউনিখের।
আরও পড়ুন - UCL 2018-19: মেসি ম্যাজিকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে বার্সেলোনা