Kylian Mbappe: আর নয় পিএসজি! 'আলোর শহর' ছাড়ছেন এমবাপে? ফাটালেন চুক্তি-বোমা

Kylian Mbappe informs PSG he will not extend contract: কিলিয়ান এমবাপের ভবিষ্যৎ নিয়ে চলে এল বিরাট আপডেট। ফ্রান্সের সংবাদমাধ্যম বলছে যে, তিনি আর পিএসজি-তে থাকতে আগ্রহী নন। এমবাপের চুক্তি নিয়ে চলে এল নতুন তথ্য।

Updated By: Jun 13, 2023, 10:45 AM IST
Kylian Mbappe: আর নয় পিএসজি! 'আলোর শহর' ছাড়ছেন এমবাপে? ফাটালেন চুক্তি-বোমা
এমবাপে দিয়ে দিলেন বিরাট আপডেট

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) তাঁর ভবিষ্যৎ নিয়ে বিরাট আপডেট দিয়ে দিলেন! 'সিটি অফ লাইটস' ওরফে 'আলোর শহর' কি এবার ছাড়ছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী সুপারস্টার? এল'ইকিউপের রিপোর্ট বলছে যে, এমবাপে নাকি  প্যারিস সাঁ জারমাঁর (Paris Saint-Germain, PSG) সঙ্গে চুক্তি নবীকরণে আগ্রহী নন। আগামী বছর জুনে পিএসজি-র সঙ্গে এমবাপের চুক্তি শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এমবাপের কাছে সুযোগ রয়েছে সেই চুক্তি ২০২৫ পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার। তবে এমবাপে আর কোনও মতেই চুক্তি বাড়াতে আগ্রহী নন। এমনটাই খবর ফরাসি সংবাদমাধ্যমে। পিএসজি-কে তাদের সেরা ফুটবলারকে এবার বিক্রি করতে হবে। তবেই তরুণ প্রজন্মের মহারথী ও আগামীর কিংবদন্তি ফ্রি এজেন্ট হয়ে অন্য ক্লাবে যেতে পারবেন। এর পাশাপাশি এমনটাও মনে করা হচ্ছে যে, এমবাপেকে ধরে রাখার জন্য় নাকি পিএসজি চুক্তি আরও আকর্ষণীয় করতে পারে। ২০১৭ সালে মোনাকো থেকে পিএসজি-তে এসেছিলেন এমবাপে। রেকর্ড ১৯০ মিলিয়ন ডলারে তাঁর ট্রান্সফার হয়েছিল। এমবাপেকে ছেড়ে দিলে পিএসজি-র যে বিরাট ক্ষতি হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। এমবাপে এখন নিজেই ব্র্যান্ড। ফ্রান্সের জাতীয় আইকন। মেসি-রোনাল্ডোর পর ফুটবলের সবচেয়ে বড় তারকা হিসেবে তাঁর নামটাই উঠে এসেছে বারবার। যদিও পিএসজি ছাড়ার ব্যাপারে এমবাপে নিজে মুখে কিছু বলেননি। তাঁর চুক্তি না বাড়ানোর খবর বাতাসে ভাসছে এখন।

আরও পড়ুন: Lionel Messi: অপ্রত্যাশিত! চিন সীমান্তে ঢুকতে মেসিকে বাধা, বিরাট ভুল করে ফেললেন কিংবদন্তি

গত ২৯ মে এমবাপে টানা চারবারের জন্য ফ্রান্সের বর্ষসেরা ফুটবলার হয়েছেন। ২৪ বছরের বিশ্বকাপ জয়ীকে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই টার্গেট করেছিল রিয়াল মাদ্রিদ। তবে রিয়াল সমর্থকদের বুক ভেঙে দিয়ে পিএসজি কিংবদন্তি জানিয়ে দিয়েছিলেন যে, তিনি থাকছেন ফ্রান্সেই। খেলবেন পিএসজি-র হয়েই। পুরস্কার নেওয়ার পর এমবাপে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সারা বিশ্ব জানে যে, তেকাঠিটি বড্ড ভালো চেনেন ভক্তের 'নিনজা টার্টল'। ফ্রান্স নক্ষত্র বলেছিলেন, 'আগামী বছর আমি পিএসজি-তেই খেলব। আমার এখনও চুক্তি রয়েছে। আমি আমার চুক্তির প্রতি শ্রদ্ধাশীল।' গত মার্চে এমবাপে পিএসজি-র সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন।এই লিগ ওয়ানেই পিএসজি খেলতে নেমেছিল নানতেসের বিরুদ্ধে। ঘরের মাঠ পার্স দেস প্রিন্সেসে ৪-২ জয়ের রাতেই এমবাপে লিখেছিলেন ইতিহাস। ম্যাচের ৯২ মিনিটে এমবাপের পা থেকে এসেছিল গোল। আর পিএসজি-র হয়ে এটিই হয়ে যায় তাঁর ২০১ তম গোল। ১৯৭০ সালে তৈরি হয় পিএসজি। ৫২ বছরের পুরনো ক্লাবে একমাত্র একজন ফুটবলারই গোলের ডাবল সেঞ্চুরি করতে পেরেছিলেন। তিনি এডিনসন কাভানি। উরুগুয়ের স্ট্রাইকারের ঝুলিতে ছিল কাঁটায় কাঁটায় ২০০ গোল। এমবাপে তাঁর গদি কেড়েই বসলেন সিংহাসনে। এমবাপে-কাভানির পর রয়েছেন জালাটন ইব্রাহিভোমিচ। ইব্রা করেছিলেন ১৫৬ গোল। এরপর চারে নেইমার জুনিয়র। ব্রাজিলের পোস্টারবয় করেছেন ১১৮ গোল। পাঁচে পর্তুগালের পেদ্রো মিগুয়েল পাউলেতা। তিনি পিএসজি-র জার্সিতে করেছিলেন ১০৯ গোল। এমবাপে দেশের জার্সির মতোই ক্লাবের জার্সিতেও ঝলসে ওঠেন। পিএসজি-তে প্রায় প্রতি ম্যাচেই রাখেন নিজের অবদান।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)    

.