সাত দিন পরে স্বস্তি! পাগলের মতো খুঁজছিলেন; অবশেষে আর্চার পেলেন 'হারানো ধন'
বাড়িতে কোথায় রেখেছিলেন ২০১৯ বিশ্বকাপ জয়ের সেই মেডেল সেটাই মনে করতে পারছিলেন না আর্চার।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172462-sukhe71263.jpg?itok=WGT4G2s6)
![সাত দিন পরে স্বস্তি! পাগলের মতো খুঁজছিলেন; অবশেষে আর্চার পেলেন 'হারানো ধন' সাত দিন পরে স্বস্তি! পাগলের মতো খুঁজছিলেন; অবশেষে আর্চার পেলেন 'হারানো ধন'](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/04/27/246342-archer.gif)
নিজস্ব প্রতিবেদন: গত সাত দিন ধরে একটা মূল্যবান জিনিস খুঁজতে খুঁজতে সময় কেটে গিয়েছে তাঁর। হন্যে হয়ে খুঁজেও সেটা না পেয়ে প্রায় পাগলের মতো আচরণ করছেন। তবে জিনিসটা না পেলে সত্যিই যে কোনও ক্রিকেটারেরই পাগলপ্রায় হয়ে ওঠারই কথা। ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চার হারিয়ে ফেলেন তাঁর বিশ্বকাপজয়ী মেডেলটি। অবশেষে তিনি খুঁজে পেলেন তাঁর সেই সাধের মেডেল।
বাড়িতে কোথায় রেখেছিলেন ২০১৯ বিশ্বকাপ জয়ের সেই মেডেল সেটাই মনে করতে পারছিলেন না আর্চার। আসলে সম্প্রতি অন্য বাড়িতে গিয়েছেন আর্চার। আর এই বাড়ি বদলের সময়ই তাঁর মেডেল হারায় বলে মনে করেন আর্চার। বিশ্বকাপ ফাইনালে সুপার ওভারে বল করেছিলেন তিনি। নিউ জিল্যান্ডকে রোমহকর্ষক ম্যাচে হারিয়ে বিশ্বসেরা হয়েছিল ইংল্যান্ড। ফাইনাল ম্যাচের পর সেই মেডেল তিনি অর্জন করেছিলেন। আর তাই সেটা হারিয়ে বেশ মন খারাপ হয়ে যায় জোফ্রা আর্চারের।
Randomly searching the guest bedroom and boom pic.twitter.com/EPNC55tN37
— Jofra Archer (@JofraArcher) April 26, 2020
নতুন বাড়ির গেস্ট রুমেই আর্চার খুঁজে পেলেন তাঁর হারানো মেডেল। সোশ্যাল মিডিয়ায় বিশ্বকাপের সেই মেডেলের ছবি পোস্ট করে আর্চার লেখেন, "হন্যে হয়ে খুঁজে গেস্ট বেড রুমে উদ্ধার করলাম। "
আরও পড়ুন - ব্রডকে ছয় ছক্কার নেপথ্যে এবার অন্য গল্প শোনালেন যুবরাজ