এশীয় ক্রিকেট সংস্থার মসনদে অমিত-পুত্র Jay Shah
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হিসেবেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মসনদে বিসিসিআই সচিব জয় শাহ।
নিজস্ব প্রতিবেদন: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব পদের দায়িত্ব সামলাচ্ছেন এক বছরের বেশি সময় ধরে। এবার জয় শাহর মুকুটে নতুন পালক। এশিয়ার ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি। এদিন সর্বসম্মতভাবে বেছে নেওয়া হয় তাঁকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপনের জায়গায় এলেন তিনি।
Mr. Shah is the youngest person ever to be appointed to the office. We look forward to working under his energetic and dynamic leadership to take cricket in Asia to new heights!@JayShah @BCCI @ICC #ACC
— AsianCricketCouncil (@ACCMedia1) January 30, 2021
২৪ জন সদস্য নিয়ে গঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিল। প্রত্যেকেই জয় শাহর প্রেসিডেন্ট নির্বাচন মেনে নিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফেও কোনওরকম বাধা সামনে আসেনি বলেই খবর।
NEWS : Mr Jay Shah, Hon. Secretary, BCCI appointed Asian Cricket Council President.
More details here - https://t.co/9XHTgZgBii pic.twitter.com/kjI8YnyTc1
— BCCI (@BCCI) January 30, 2021
আরও পড়ুন- Jasprit Bumrah-র বোলিং অ্যাকশনে বদল! নেটদুনিয়ায় হইচই
Congratulations @JayShah on taking over as President of Asian Cricket Council. I’m sure ACC will achieve greater heights under ur leadership and the cricketers of the entire Asian region will benefit. My best wishes for a successful tenure. @bcci @SGanguly99 @ShuklaRajiv
— Thakur Arun Singh (@ThakurArunS) January 30, 2021
বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ ধুমল সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ্যে নিয়ে আসেন। তাঁর মতে, এশিয়ান ক্রিকেটকে এক অন্য উচ্চতায় পৌঁছে দেবেন জয় শাহ। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হিসেবেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মসনদে বিসিসিআই সচিব জয় শাহ।
আরও পড়ুন- ISL 2020-21: Kerala Blasters-এর বিরুদ্ধে জয়ের খোঁজে ATK Mohun Bagan