Jasprit Bumrah, ENG vs IND: বিরল নজির, রঞ্জিতে নেতৃত্ব না দিয়েই জাতীয় দলে নেতা হচ্ছেন জসপ্রীত বুমরা

গত বছরের শেষের দিকে দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যাওয়ার আগে এই জোরে বোলারকে সহ অধিনায়কের দায়িত্ব দিয়েছিল বিসিসিআই। এর আগে পেস বোলার হিসেবে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন কপিল দেব।     

Updated By: Jun 29, 2022, 09:02 PM IST
Jasprit Bumrah, ENG vs IND: বিরল নজির, রঞ্জিতে নেতৃত্ব না দিয়েই জাতীয় দলে নেতা হচ্ছেন জসপ্রীত বুমরা
সতীর্থদের সঙ্গে ট্রেনিংয়ে ব্যস্ত জসপ্রীত বুমরা। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন: রোহিত শর্মা (Rohit Sharma) করোনায় (Covid 19) আক্রান্ত। ফলে ১ জুলাই থেকে শুরু হতে চলা ইংল্যান্ডের বিরুদ্ধে (ENG vs IND) পঞ্চম টেস্টে টিম ইন্ডিয়াকে (Team India) নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। আর ভারতের হয়ে প্রথমবার অধিনায়কত্ব করার আগে বুমরাকে নিয়ে চলে এল চমকপ্রদ তথ্য। ভারতের হয়ে টস করতে নামার আগে এখনও পর্যন্ত বুমরার অধিনায়কত্ব করার কোনও অভিজ্ঞতা নেই। রাজ্য দল গুজরাতের (Gujarat) হয়েও অধিনায়কত্ব করেননি এই জোরে বোলার। এমন খবর সামনে চলে এল।  

অবশ্য বুমরাকে নিয়ে চোখ কপালে তুলে দেওয়া তথ্য এখানেই শেষ নয়। বুমরার আগে গুজরাতের হয়ে রঞ্জি ট্রফি খেলা মাত্র তিনজন জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। গুজরাতের হয়ে ২৩৩টি রঞ্জি খেলা বিনু মানকড় এই তালিকার শীর্ষে রয়েছেন। তিনি ১৯৫৫-১৯৫৯ সাল পর্যন্ত ছয়টি টেস্টে অধিনায়কত্ব করেন। তাঁর সময় পাঁচটি ড্র করার পাশাপাশি একটি টেস্ট হেরেছিল ভারত। 

দ্বিতীয়স্থানে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল হেমু অধিকারী। ১৫২টি প্রথমশ্রেণির ম্যাচ খেলা হেমু অধিকারী গুজরাতের হয়ে মাত্র একটি রঞ্জি খেলেছিলেন। জাতীয় দলকেও মাত্র একটি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন প্রাক্তন ডানহাতি ব্যাটার। ১৯৫৯ সালে তাঁর অধিনায়কত্বে খেলা একটি মাত্র টেস্ট ড্র করেছিল ভারতীয় দল। 

Virat Kohli and Rahul Dravid

১৩৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা নরি কন্ট্রাকটর দীর্ঘদিন গুজরাতের অধিনায়কত্ব করেন। এমনকি এই তালিকায় দেশকে সবচেয়ে বেশি টেস্টেও তিনি নেতৃত্ব দিয়েছেন। ৩১টি টেস্ট খেলা নরি ১২টি টেস্টে অধিনায়কত্ব করেন। তাঁর আমলে দুটি টেস্টে জয় পেয়েছিল ভারত। এছাড়া সম সংখ্যক টেস্টে হারের মুখ দেখেছিল দল। তবে ১২টি ড্র করে মাঠ ছেড়েছিল ভারতীয় দল। 

৫৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন বুমরা। গুজরাতের হয়ে ২০১৩ সালে বিদর্ভের বিরুদ্ধে রঞ্জিতে অভিষেক ঘটিয়েছিলেন। তবে রাজ্য দলের অধিনায়কত্ব করেননি। 

গত বছরের শেষের দিকে দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যাওয়ার আগে এই জোরে বোলারকে সহ অধিনায়কের দায়িত্ব দিয়েছিল বিসিসিআই। এর আগে পেস বোলার হিসেবে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন কপিল দেব। 

১৯৮৬ সালের ইংল্যান্ড সফরে জাতীয় দলের অধিনায়কত্ব করেছিলেন কপিল দেব। সেই সিরিজে ২-০ ব্যবধানে ডেভিড গাওয়ারের ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল ভারত। বুমরা এজবাস্টনে টস করতে নামলে, তিনি হবেন ভারতের দ্বিতীয় জোরে বোলার যিনি দীর্ঘ ৩৬ বছর পর দেশকে নেতৃত্ব দেবেন।

আরও পড়ুন: Umran Malik: বিশ্বের গতির রাজাদের সঙ্গে কোন তালিকায় রয়েছেন 'শ্রীনগর এক্সপ্রেস'? ছবিতে দেখুন

আরও পড়ুন: Rohit Sharma, ENG vs IND: ছিটকে গেলেন রোহিত, অধিনায়ক জসপ্রীত বুমরা, চলে এল বড় আপডেট

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.