লিগের শেষ ল্যাপে এসে সতর্ক মরগ্যান
বৃহস্পতিবারই দেশে ফিরে যাচ্ছেন ট্রেভর মরগ্যান। চলতি বছরে বৃহস্পতিবারই শেষবারের মত লাল-হলুদ রিজার্ভ বেঞ্চে দেখা যাবে ব্রিটিশ কোচকে। এই পরিস্থিতিতে লিগে নিজেদের সপ্তম ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। টানা ছয় ম্যাচ জিতে এই মুহুর্তে সবার আগে মেহতাব-ডং-রা। বলাই যায় খেতাবি দৌড়ে ফেভারিট মরগ্যানের দলই। জর্জের বিরুদ্ধে মাঠে নামার আগে অবশ্য এসব মাথায় রাখছেন না ব্রিটিশ কোচ। লিগ তালিকায় তলার দিকে থাকা দল জর্জ। তাই জাতীয় দলের ফুটবলাররা না থাকলেও জর্জ ম্যাচ জিততে খুব একটা বেগ পাওয়ার কথা নয় মেহতাবদের। তবে লিগের শেষ ল্যাপে এসে সতর্ক মরগ্যান। লিগ খেতাব ফস্কাতে নারাজ তিনি।
ওয়েব ডেস্ক : বৃহস্পতিবারই দেশে ফিরে যাচ্ছেন ট্রেভর মরগ্যান। চলতি বছরে বৃহস্পতিবারই শেষবারের মত লাল-হলুদ রিজার্ভ বেঞ্চে দেখা যাবে ব্রিটিশ কোচকে। এই পরিস্থিতিতে লিগে নিজেদের সপ্তম ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। টানা ছয় ম্যাচ জিতে এই মুহুর্তে সবার আগে মেহতাব-ডং-রা। বলাই যায় খেতাবি দৌড়ে ফেভারিট মরগ্যানের দলই। জর্জের বিরুদ্ধে মাঠে নামার আগে অবশ্য এসব মাথায় রাখছেন না ব্রিটিশ কোচ। লিগ তালিকায় তলার দিকে থাকা দল জর্জ। তাই জাতীয় দলের ফুটবলাররা না থাকলেও জর্জ ম্যাচ জিততে খুব একটা বেগ পাওয়ার কথা নয় মেহতাবদের। তবে লিগের শেষ ল্যাপে এসে সতর্ক মরগ্যান। লিগ খেতাব ফস্কাতে নারাজ তিনি।
অর্ণব,রফিক-রা না থাকায় দলে পরিবর্তন করতে হচ্ছেই মরগ্যানকে। জর্জ ম্যাচে রিজার্ভ বেঞ্চ যে কিছুটা কমজোরি থাকবে তা মেনে নিচ্ছেন ব্রিটিশ কোচ। গত কয়েকদিনে মরগ্যানের বাড়ি ফেরা নিয়ে ক্লাবে অনেক জলঘোলা হয়েছে। ডিকা-মেহতাবদের মধ্যে তার প্রভাব পড়তে দিতে নারাজ সাহেব কোচ। টানা সাতবার লিগ জয়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল। ক্লাব ইতিহাস গড়লেও তার সাক্ষী থাকা হবে না ব্রিটিশ কোচ। তাই জর্জ ম্যাচ জিতে তাদের প্রিয় মরগ্যান স্যারকে নিশ্চিন্তে বাড়ি যেতে দিতে চান ছাত্র ডং-মেহতাব-রা।