Shardul Thakur, KKR vs RCB: কোন মন্ত্রে জোড়া নজির গড়লেন? জানিয়ে দিলেন ম্যাচের সেরা 'লর্ড' শার্দুল
শার্দুল যখন ব্যাট করতে নামেন তখন অন্য দিকে ব্যাট করছিলেন রিঙ্কু সিং। তাঁর প্রথম বল ব্যাটের কানায় লেগে বাউন্ডারিতে যায়। কিন্তু এরপর সব বল ব্যাটের মাঝে খেললেন শার্দুল। আরসিবি বোলারদের বিরুদ্ধে আক্রমণ করলেন।
সব্যসাচী বাগচী
৮৯ রানে তখন ৫ উইকেট চলে গিয়েছে। শাহরুখ খানের (Shah Rukh Khan) সামনে নিজের ১০০তম ম্যাচ খেলতে নেমে 'গোল্ডেন ডাক' নিয়ে ফিরছেন আন্দ্রে রাসেল (Andre Russel)। এমন অবস্থা থেকে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ৭ উইকেটে ২০৪ রান তুলে দেবে, সেটা কেউ স্বপ্নেও ভাবেননি। অবশ্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Chellengers Bangalore) বিরুদ্ধে এমনটা সম্ভব হয়েছিল শার্দুল ঠাকুরের (Shardul Thakur) জন্যই। চাপের মুখে চুপসে না গিয়ে, ২৯ বলে ৬৮ রানের ইনিংস খেললেন তিনি। তাঁর সেই এপিক ইনিংস ৯টি চার ও ৩টি ছক্কা দিয়ে সাজানো ছিল। ফলে সুনীল নারাইন (Sunil Narine) ও বরুণ চক্রবর্তীর (Varun Chakravarthy) অনবদ্য স্পিন বোলিংয়ের পরেও ম্যাচের সেরা হলেন এই অলরাউন্ডার।
একইসঙ্গে এই ইনিংস খেলে জোড়া নজিরও গড়েছেন শার্দুল। আইপিএল-এর ইত্রিহসে ৭ নম্বর বা এর নীচে ব্যাট করতে নেমে তৃতীয় সর্বাধিক রান করলেন তিনি। তালিকায় শীর্ষে রয়েছেন 'দ্রে রাস'। ২০১৮ সালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩৬ বলে অপরাজিত ৮৮ রান করেছিলেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন চেন্নাইয়ের ডোয়েন ব্র্যাভো। ২০১৮ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩০ বলে ৬৮ রান করেছিলেন ব্র্যাভো।
— KolkataKnightRiders (@KKRiders) April 6, 2023
কিন্তু কোন মন্ত্রে তিনি সফল হলেন? শার্দুল ম্যাচের শেষে বলছিলেন, "আমি এখনও বলতে পারব না, এটা কীভাবে সম্ভব হল। সেই সময় স্কোরবোর্ডের দিকে তাকিয়ে মনে হচ্ছিল, ম্যাচটা হেরে গিয়েছি। বাকি দুনিয়াও সেটাই ভেবেছিল।" এরপরেই কিছুটা থেমে ভারতীয় ক্রিকেটের 'লর্ড' যোগ করলেন, "আমার অবচেতন মন কিন্তু হার মানতে চায়নি। মন বলছিল পালটা লড়াই করলে এখান থেকেও ফিরে আসা সম্ভব। যদিও রিঙ্কু না থাকলে এতটা রান করতে পারতাম না।"
আরও পড়ুন: Virat Kohli: আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে ধনী বিরাটের আয় কত? অংক জানলে চোখ কপালে উঠবে!
শার্দুল যখন ব্যাট করতে নামেন তখন অন্য দিকে ব্যাট করছিলেন রিঙ্কু সিং। তাঁর প্রথম বল ব্যাটের কানায় লেগে বাউন্ডারিতে যায়। কিন্তু এরপর সব বল ব্যাটের মাঝে খেললেন শার্দুল। আরসিবি বোলারদের বিরুদ্ধে আক্রমণ করলেন। কেউ তাঁর ব্যাটিং ঝড় থেকে রক্ষা পাননি। ফলে মাত্র ২০ বলে নিজের অর্ধশতরান করে ফেললেন এই মুম্বইকর। এবারের আইপিএলে এটি দ্রুততম অর্ধশতরান।
শার্দুল জানালেন যে, নেটেও এভাবেই তিনি ব্যাট চালান। পরে ফের বললেন, "সর্বোচ্চ পর্যায়ে ধারাবাহিক ভাবে পারফর্ম করতে হলে, আলাদা স্কিল রপ্ত করতে হয়। নেটে অনেকটা সময় পরিশ্রম করতে হয়। বোলিং আমার এগিয়ে চলার মূল অস্ত্র। তবে ব্যাটিংকেও অগ্রাহ্য করিনি। নেটে অনেক সময় স্লগ শট অনুশীলন করেছি। সেটার জন্য অবশ্য সাপোর্ট স্টাফদের কৃতিত্ব প্রাপ্য। কারণ তাঁরা অকাতরে আমাকে থ্রো ডাউন প্র্যাকটিস করাতেন। তবে শুধু আমার ব্যাটিং নিয়ে কথা বলতে চাই না। আমাদের তিন স্পিনার দারুণ বোলিং করেছে। সব মিলিয়ে আমাদের কাছে পারফেক্ট ডে ছিল।"
বাইশ গজের যুদ্ধে ব্যাট হাতে কালবৈশাখী ঝড় তুলে 'খেলা হবে' স্লোগান তুলে দিলেন 'লর্ড' শার্দুল। তাও আবার বি ব্লকের কর্পোরেট বক্সে থাকা 'পাঠান'-এর সামনেই। বাকি দলগুলো কি এখন থেকেই কাঁপতে শুরু করে দিল!
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)