অধিনায়ক কোহলির আজ বাংলা পরীক্ষা
এশিয়া কাপে আজ অভিযান শুরু করছে ভারত। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডে মহাব্যর্থতার পর ভারতীয় ক্রিকেট এখন বাইশ গজে কোণঠাসা। গোদের ওপর বিষ ফোঁড়ার মত আবার মহেন্দ্র সিং ধোনি চোট পেয়ে ছিটকে গিয়েছেন। এমন একটা চাপের অবস্থাতেই প্রথমবার গোটা সিরিজের জন্য ভারতীয় দলের নেতৃত্ব দেবেন বিরাট কোহলি।
এশিয়া কাপে আজ অভিযান শুরু করছে ভারত। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডে মহাব্যর্থতার পর ভারতীয় ক্রিকেট এখন বাইশ গজে কোণঠাসা। গোদের ওপর বিষ ফোঁড়ার মত আবার মহেন্দ্র সিং ধোনি চোট পেয়ে ছিটকে গিয়েছেন। এমন একটা চাপের অবস্থাতেই প্রথমবার গোটা সিরিজের জন্য ভারতীয় দলের নেতৃত্ব দেবেন বিরাট কোহলি।
আজ এশিয়া কাপে ভারতের প্রতিপক্ষ আয়োজক দেশ বাংলাদেশ। যে ভারত নিউজিল্যান্ডের কাছে ০-৪ ওয়ানডে সিরিজ হার, সেই একই দেশের বিরুদ্ধে বাংলাদেশ ৩-০ ওয়ানডে সিরিজ জেতে। সেই দিক থেকে দেখলে আইসিসি র্যাঙ্কিংয়ে নিচের দিকে থাকলেও আজকের ম্যাচ তুল্যমুল্য হতে চলেছে। কিন্তু উপমাহাদেশের মাটিতে ভারতীয় দল বরবারই ভয়ঙ্কর। তার ওপর যদি দলে থাকেন শিখর ধাওয়ান, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানের মত ব্যাটসম্যানরা।
অধিনায়ক কোহলির পাশাপাশি পরীক্ষার মুখে চেতেশ্বর পুজারাও। পুজারা টেস্টে নিজের জাত চিনিয়েছেন, কিন্তু ওয়ানডেতে তাঁকে এখন নিজের ভিত শক্ত করার সময়।