Neeraj Chopra: সোনা জয়ী নীরজ চোপড়ার কোচকে ছাঁটাই করা হল!
২০১৭ সালের নভেম্বর মাসে হোহনকে এএফআই জাতীয় কোচ করে নিয়ে আসে।
নিজস্ব প্রতিবেদন: টোকিও অলিম্পিক্সে নীরজ চোপড়ার সোনা জয়ের নেপথ্যে ছিলেন ইউয়ি হোহন (Uwe Hohn)। জাতীয় দলের মুখ্য জ্যাভলিন কোচের পারফরম্যান্সে খুশি নয় অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া (এএফআই)। সর্বভারতীয় সংস্থা জার্মানির কিংবদন্তি অলিম্পিয়ানকে দায়িত্ব থেকে সরিয়ে দিল।
অভিনব বিন্দ্রার পর নীরজই দ্বিতীয় ভারতীয় যিনি ব্যক্তিগত দক্ষতায় অলিম্পিক্স থেকে সোনা জিতেছেন। বিন্দ্রা ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে শুটিংয়ে সোনা পান। ১৩ বছর পর ফের নীরজ সেই নজির গড়েছেন।
২০১৭ সালের নভেম্বর মাসে হোহনকে এএফআই জাতীয় কোচ করে নিয়ে আসে। নীরজ ছাড়াও তিনি শিবপাল সিং ও অন্নু রানিকে প্রশিক্ষণের দায়িত্ব নেন। হোহনের কোচিংয়ে কমনওয়লেথ ও এশিয়াডে অংশ নেন নীরজ। যদিও ২০১৮ সালে জার্মানির ডক্টর ক্লাউস বার্টোনিটজ নীরজের দায়িত্ব নেন।এএফআই প্রধান আদিল সুমারিওয়ালা জানিয়েছেন যে, নতুন কোচ খোঁজা হচ্ছে।
আরও পড়ুন: Shakib al Hasan: ধোনিকে ক্যাপ্টেন করে সর্বকালের সেরা আইপিএল একাদশ বেছে নিলেন শাকিব
ইউয়ি হোহন, মানব ইতিহাসের একমাত্র ব্যক্তি যিনি জ্যাভলিনে ১০০ মিটারের গণ্ডি টপকেছিলেন। ১০৪.৮ মিটারের সেই থ্রোয়ের পর অলিম্পিক এবং বিশ্ব অ্যাথলেটিক্সের কর্তাব্যক্তিরা ভীষণ চিন্তায় পড়েন। ভবিষ্যতে কেউ যদি আরও বেশি ছোড়েন, তাহলে এক সঙ্গে চলতে থাকা অন্যান্য ইভেন্টের কারো গায়ে জ্যাভলিন এসে লাগতে পারে। এর পরেই জ্যাভলিনের কিছু পরিবর্তন করা হয়। জ্যাভলিনের সেন্টার অফ গ্র্যাভিটি সামনের দিকে সরিয়ে আনা হয়। এর ফলে জ্যাভলিনে আর কোনওদিনই অতদূর যেতে পারবে না।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)