ওয়ার্ল্ড গ্রুপে উঠতে দেশের মাটিতে বার্ডিচদের চেক-মেট করতে হবে য়ুকিদের

টেনিসে কুলীন হতে হলে এবার চেক-মেট করতে হবে যুকি ভামরি, সোমদেব দেববর্মনদের। ডেভিস কাপে ওয়ার্ল্ড গ্রুপ প্লে অফে ভারতের প্রতিপক্ষ এবার চেক প্রজাতন্ত্র। এই চেক দলে আছেন বিশ্বের ৬ নম্বর টমাস বার্ডিচদের মত খেলোয়াড়। ডাবলসে আছেন রাদেক স্টেপানিকের মত খেলোয়াড়। অস্ট্রেলিয়ার মত দলকে যারা বেশ বেগ দিয়েছে। অবশ্য ভারতের কাছে সুবিধা একটাই তারা দেশের মাটিতে খেলবে। যদিও ধারেভারে ভারতের থেকে এগিয়ে থেকেই খেলতে নামবে চেক প্রজাতন্ত্র।  চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ভারত তিনবার ডেভিস কাপে খেলেছে। তিনবারই হেরেছে ভারত।

Updated By: Jul 21, 2015, 08:39 PM IST
ওয়ার্ল্ড গ্রুপে উঠতে দেশের মাটিতে বার্ডিচদের চেক-মেট করতে হবে য়ুকিদের

ওয়েব ডেস্ক: টেনিসে কুলীন হতে হলে এবার চেক-মেট করতে হবে যুকি ভামরি, সোমদেব দেববর্মনদের। ডেভিস কাপে ওয়ার্ল্ড গ্রুপ প্লে অফে ভারতের প্রতিপক্ষ এবার চেক প্রজাতন্ত্র। এই চেক দলে আছেন বিশ্বের ৬ নম্বর টমাস বার্ডিচদের মত খেলোয়াড়। ডাবলসে আছেন রাদেক স্টেপানিকের মত খেলোয়াড়। অস্ট্রেলিয়ার মত দলকে যারা বেশ বেগ দিয়েছে। অবশ্য ভারতের কাছে সুবিধা একটাই তারা দেশের মাটিতে খেলবে। যদিও ধারেভারে ভারতের থেকে এগিয়ে থেকেই খেলতে নামবে চেক প্রজাতন্ত্র।  চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ভারত তিনবার ডেভিস কাপে খেলেছে। তিনবারই হেরেছে ভারত।

সেপ্টেম্বরের ১৮ থেকে ২০ তারিখ দিল্লি বা পুণেতে ডেভিস কাপের ওয়ার্ল্ড গ্রুপ প্লে অফের এই ম্যাচ হবে। চেক প্রজাতন্ত্রকে হারাতে পারলে ওয়ার্ল্ড গ্রুপে জায়গা করে নেবে ভারত। যে ওয়ার্ল্ড গ্রুপে খেলে বিশ্বের তাবড় তাবড় সব টেনিস খেলিয়ে দেশ।

রবিবার নিউজিল্যান্ডকে তিন-দুই ম্যাচে হারিয়ে ওয়ার্ল্ড গ্রুপের প্লে অফে জায়গা করে নেয় ভারত। এক-দুই ম্যাচে পিছিয়ে থাকার পর ভারতকে রুদ্ধশ্বাস জয় এনে দেন সোমদেব আর ইউকি ভামরি। বোপান্না, সোমদেবদের কাছ থেকে আরও একটা রুদ্ধশ্বাস টাইয়ের অপেক্ষায় ভারতের টেনিস পরেমীরা।

.