IND vs WI: এবার ভারতের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ! দেখে নিন পূর্ণাঙ্গ সূচি ও সময়

 শিখর ধাওয়ান, রোহিত শর্মারা এবার উড়ে যাবেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেট খেলবে টিম ইন্ডিয়া। 

Updated By: Jul 18, 2022, 07:30 PM IST
IND vs WI: এবার ভারতের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ! দেখে নিন পূর্ণাঙ্গ সূচি ও সময়
এবার ভারতের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইংল্যান্ডের মাটিতে দুরন্ত পারফর্ম করেছে টিম ইন্ডিয়া (Team India)। প্রথমে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ দুই পর্ব মিলিয়ে ২-২ ড্র, তারপর টি-২০ ও ওয়ানডে সিরিজও ভারত ২-১ ব্যবধানে জিতে নিয়েছে। ইংল্যান্ড এখন অতীত। শিখর ধাওয়ান, রোহিত শর্মারা এবার উড়ে যাবেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেট খেলবে টিম ইন্ডিয়া।

দুই দলের মধ্যে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও পাঁচটি টি-২০ অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজে বিশ্রাম নিয়েছেন রোহিত। তাঁর বদলে ক্যাপ্টেনসির ব্যাটন উঠেছে সিনিয়র ওপেনার ধাওয়ানের হাতে। যদিও রোহিত ফিরবেন কুড়ি ওভারের ফরম্যাটে। অন্যদিকে বিরাট কোহলি ফের বিশ্রাম নিয়েছেন। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোনও ফরম্যাটেই খেলবেন না। ওয়ানডে-তে নেই হার্দিক পাণ্ডিয়া ও ঋষভ পন্থও

তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচের সূচি ও ভেন্যু: 

প্রথম ওয়ানডে, ২২ জুলাই (শুক্রবার): কুইন্স পার্ক ওভাল, পোর্ট অফ স্পেন, ত্রিনিদাদ
দ্বিতীয় ওয়ানডে, ২৪ জুলাই (রবিবার):  কুইন্স পার্ক ওভাল, পোর্ট অফ স্পেন, ত্রিনিদাদ
তৃতীয় ওয়ানডে, ২৭ জুলাই (বুধবার):    কুইন্স পার্ক ওভাল, পোর্ট অফ স্পেন, ত্রিনিদাদ

ওয়ানডে ম্যাচগুলি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টা থেকে

পাঁচটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচের সূচি ও ভেন্যু:

প্রথম টি-২০, ২৯ জুলাই  (শুক্রবার):   ব্রায়ান লারা স্টেডিয়াম, তারৌবা, ত্রিনিদাদ
দ্বিতীয় টি-২০,  ১ অগাস্ট (সোমবার):  ওয়ার্নার পার্ক, বাসেতেরে, সেন্ট কিটস
তৃতীয় টি-২০,  ২ অগাস্ট (মঙ্গলবার):  ওয়ার্নার পার্ক, বাসেতেরে, সেন্ট কিটস
চতুর্থ টি-২০,    ৬ অগাস্ট (শনিবার):    সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ড, লওডারহিল, ফ্লোরিডা
পঞ্চম টি-২০,   ৭ অগাস্ট (রবিবার):     সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ড, লওডারহিল, ফ্লোরিডা

টি-২০ ম্যাচগুলি শুরু হবে ভারতীয় সময় রাত ৮টা থেকে

ভারতের ওয়ানডে দল: শিখর ধাওয়ান (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, সূর্যকুমার যাদব,শ্রেয়স আইয়ার, দীপক হুডা, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ঈশান কিশান, সঞ্জু স্যামসন, শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ ও অর্শদীপ সিং

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল: নিকোলস পুরান (অধিনায়ক), শামারা ব্রুকস, ব্র্যান্ডন কিং, রোভম্যান পাওয়েল, কিসি কার্টি, কাইল মায়ার্স, জেসন হোল্ডার, গুডাকেশ মোতি, কেমো পল, শেই হোপ, আকিল হোসেইন, আলজারি জোসেফ, জয়ডেন সিলস 

ভারতের টি-২০ দল: রোহিত (অধিনয়াক), সূর্যকুমার যাদব,শ্রেয়স আইয়ার, দীপক হুডা, রবীন্দ্র জাদেজা, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, আর অশ্বিন, ঈশান কিশান, কেএল রাহুল, দীনেশ কার্তিক, ঋষভ পন্থ, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হর্ষল প্যাটেল ও অর্শদীপ সিং।
 
*কেএল রাহুল ও কুলদীপ যাদবের দলে ঢোকে ফিটনেসের ওপর নির্ভর করছে।

 ওয়েস্ট ইন্ডিজ টি-২০ দল: এখনও ঘোষিত হয়নি।

 আরও পড়ুন: Virat Kohli on Ben Stokes: স্টোকসই টক্কর দেওয়া সেরা লড়াকু প্রতিপক্ষ, বলে দিলেন বিরাট কোহলি

 আরও পড়ুন Hardik Pandya: কেন শর্ট পিচ বোলিং করে যাচ্ছেন? জানালেন 'কামব্যাক ম্যান'

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
 

.