আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখলেন স্মিথ, দু'নম্বরে বিরাট কোহলি
৯০৩ পয়েন্ট নিয়ে দু নম্বরেই থেকে গেলেন বিরাট কোহলি।
নিজস্ব প্রতিবেদন : ওভালে অ্যাসেজের শেষ টেস্টে দুই ইনিংসে অজি তারকা স্টিভ স্মিথ করেন ৮০ আর ২৩। এবারের অ্যাসেজে রবিবার পঞ্চম টেস্টের দ্বিতীয় ইনিংসে এই প্রথম হাফ সেঞ্চুরি করতে পারেননি স্মিথ। তা হলেও সিংহাসন অটুট থাকছে স্মিথের। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন স্টিভ স্মিথ। দু নম্বর জায়গাতেই থেকে গেলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
অ্যাসেজ সিরিজ চলাকালীনই বিরাটকে টপকে শীর্ষস্থান দখল করেন স্মিথ। অ্যাসেজ শেষেও আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থানেই অজি তারকা। ৯৩৭ পয়েন্ট নিয়ে এক নম্বরে স্মিথ। ৯০৩ পয়েন্ট নিয়ে দু নম্বরেই থেকে গেলেন বিরাট কোহলি।
The @MRFWorldwide No.1 ranked best batsman and bowler in the world! pic.twitter.com/mQloesAcLK
— ICC (@ICC) September 15, 2019
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন অজি পেসার প্যাট কামিন্স। অন্যদিকে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে অল রাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।
আরও পড়ুন - আইপিএলে চেন্নাই দলে ধোনির ভবিষ্যত্ বলে দিলেন শ্রীনিবাসন