একটা টেস্টের দুই ইনিংসেই শতরান করেছেন যেসব ভারতীয় (তালিকা)
Updated By: Dec 6, 2015, 02:33 PM IST
![একটা টেস্টের দুই ইনিংসেই শতরান করেছেন যেসব ভারতীয় (তালিকা) একটা টেস্টের দুই ইনিংসেই শতরান করেছেন যেসব ভারতীয় (তালিকা)](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/12/06/46116-sab.jpg)
বিজয় হাজারে (১৯৪৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে) ১১৬ রান, ১৪৫ রান।।
সুনীল গাভাসকর ১৯৭১ সালে ও.ইন্ডিজের বিরুদ্ধে পোর্ট অফ স্পেনে)১২৪ রান,২২০ রান।।
সুনীল গাভাসকর (১৯৭৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে করাচিতে) ১১১ রান,১৩৭ রান।।
রাহুল দ্রাবিড় (১৯৯৯ সালে হ্যামলটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে) ১৯০ রান,১০৩ রান।।
রাহুল দ্রাবিড় (২০০৫ সালে কলকাতায় পাকিস্তানের বিরুদ্ধে) ১১০ রান,১৩৫ রান।
বিরাট কোহলি (২০১৪ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে) ১১৫ রান,১৪১ রান।
আজিঙ্কা রাহানে (২০১৫ সালে দিল্লিতে দ.আফ্রিকার বিরুদ্ধে )১২৭, ১০০ অপরাজিত।
Tags: