করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ, কিন্তু সংকটজনক বর্ষীয়ান হকি তারকা
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চন্ডীগড় হাসপাতালে ভর্তি রয়েছেন বলবীর সিং। অলিম্পিক হকিতে তিনবার সোনা জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি।
![করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ, কিন্তু সংকটজনক বর্ষীয়ান হকি তারকা করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ, কিন্তু সংকটজনক বর্ষীয়ান হকি তারকা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/05/11/249550-balbir.jpg)
নিজস্ব প্রতিবেদন: কিছুটা স্বস্তি! প্রাক্তন হকি তারকা বলবীর সিং-এর করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এল। তবে এখনও সংকটজনক ৯৬বছর বয়সী এই প্রাক্তন হকি তারকা।
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চন্ডীগড় হাসপাতালে ভর্তি রয়েছেন বলবীর সিং। অলিম্পিক হকিতে তিনবার সোনা জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। বৃহস্পতিবার থেকেই জ্বর ছিল তাঁর। পরিস্থিতির উন্নতি না হওয়ায় পরিবারের তরফ থেকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। করোনার উপসর্গ থাকায চিকিৎসকরা কোনও ঝুঁকি না নিয়ে বলবীর সিং এর করোনা টেস্ট করান। সেই রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন তাঁর নাতি কবীর।
৯৬ বছর বয়সী প্রাক্তন এই হকি তারকা এখন ভেন্টিলেশনে আছেন। তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক হলেও আগের থেকে কিছুটা ভালো আছেন বলেই পরিবার সূত্রে জানানো হয়েছে।
আরও পড়ুন - এবার IPL আয়োজনে আগ্রহ দেখাল আরব আমিরশাহি, নিজেদের অবস্থান স্পষ্ট করল BCCI