রোহিতের ২৬৪- ইডেনের মাঠে নয়া বিশ্বরেকর্ড। সেওয়াগকে টপকে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক রান রোহিত শর্মার। ওয়ানডের সব রেকর্ড ভেঙে চুরমার

গুন্ডাপ্পা বিশ্বনাথ, মহম্মদ আজহারউদ্দিন, ভিভিএস লক্ষ্মণের পর ইডেনের রাজপুত্র এখন রোহিত শর্মা।

Updated By: Nov 13, 2014, 07:59 PM IST
রোহিতের ২৬৪- ইডেনের মাঠে নয়া বিশ্বরেকর্ড। সেওয়াগকে টপকে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক রান রোহিত শর্মার। ওয়ানডের সব রেকর্ড ভেঙে চুরমার

ভারত- ৪০৪/৫ (রোহিত শর্মা ২৬৪। ৯টা ওভার বাউন্ডারি, ৩৩টা বাউন্ডারি, স্ট্রাইক রেট ১৫২.৬০)

ওয়েব ডেস্ক: ভেঙে গেল সব রেকর্ড। ইডেনের মাঠে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক রান করলেন রোহিত শর্মা। গুন্ডাপ্পা বিশ্বনাথ, মহম্মদ আজহারউদ্দিন, ভিভিএস লক্ষ্মণের পর ইডেনের রাজপুত্র এখন রোহিত শর্মা। একেবারে নিষ্প্রাণ ইডেন ওয়ানডে ম্যাচকে রেকর্ডের ডালিতে সাজিয়ে দিলেন রোহিত শর্মা। রোহিতের ব্যাটে ভেঙে গেল ওয়ানডে ক্রিকেটের একাধিক রেকর্ড। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে ওয়ানডে ক্রিকেটে দুটো দ্বিশতরান থেকে শুরু করে এক ইনিংসে সবচেয়ে বেশি বাউন্ডারি মারার সব বিশ্বরেকর্ড আজ স্বর্গোদ্যানে গড়ে ফেললেন মুম্বইয়ের ২৭ বছরের এই ব্যাটসম্যান।  ১৭৩ বলে ২৬৪ রানের ইনিংসে রোহিত মারলেন ৯টা ছক্কা আর ৩৩টা বাউন্ডারি।

চোটের কারণে জাতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন।  রাহানে যেরকম খেলছিলেন তাতে অনেকেই রোহিতকে ওপেনে পাঠানোর পক্ষে ছিলেন না। কিন্তু সব কিছুর আজ জবাবপ দিলেন রোহিত।  ওয়ানডে ক্রিকেটে তাঁর দ্বিতীয় দ্বিশতরান করে ফেললেন রোহিত। ভেঙে দিলেন ইডেনের সব রেকর্ড। সেই সঙ্গে ইডেনে টেস্ট,ওয়ানডে, ও আইপিএল তিন ধরনের ফর্ম্যাটে শতরান করে ফেললেন রোহিত।

শুরুতেই রোহিতের ক্যাচ ফিলেছেন শ্রীলঙ্কার ফিল্ডাররা। প্রথম ৫০ রান করতে রোহিত সময় নিয়েছিলেন ৭২ বল। আর তারপর... শুধু বল মাঠের গেল রোহিতের ব্যাট দিয়ে।

.