Nature Index 2024: দেশের সেরা বিজ্ঞানমনষ্ক শহর কলকাতা!

Nature Index 2024: বিজ্ঞানমনষ্কায় দেশের মধ্যে দ্বিতীয় বেঙ্গালুরু। ৯৮তম স্থানে মুম্বই। আর রাজধানী দিল্লি অনেক নিচে। ১২৪তম স্থানে। আরও নিচে হায়দরাবাদ। নিজামের শহরের স্থান  ১৮৪তম।

Updated By: Dec 3, 2024, 11:49 PM IST
Nature Index 2024: দেশের সেরা বিজ্ঞানমনষ্ক শহর কলকাতা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছর শেষে তিলোত্তমা মুকুটে নয়া পালক। নেচার ইনডেক্সে বিজ্ঞানমনষ্কায় দেশের সেরা শহর কলকাতাই! বিশ্বের নিরিখে এই শহরে ৮৪তম স্থানে। এক্স হ্যান্ডেল পোস্টে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

আরও পড়ুন: Kolkata Yellow Taxi: হলুদ ট্যাক্সিকে বাঁচাতে এবার পরিবহণমন্ত্রীর দরবারে জয়েন্ট ফোরাম!

এক্স হ্যান্ডেলে ব্রাত্য় লিখেছেন, 'উচ্চশিক্ষা ও গবেষণায় উন্নতিতে মুখ্যমন্ত্রী লাগাতায় প্রচেষ্টায় নিজের মুকুটে আরও একটি পালক জুড়লেন মুখ্যমন্ত্রী।  বিজ্ঞান চর্চা ও গবেষণা বাংলার ঐতিহ্য আরও একবার স্বীকৃতি পেল। কলকাতাকে শীর্ষস্থানীয় বিজ্ঞানমনষ্ক শহর হিসেবে ঘোষণা করল বিশ্বের অন্যতম সেরা জার্নাল নেচার'।

 

বিজ্ঞানমনষ্কায় দেশের মধ্যে দ্বিতীয় বেঙ্গালুরু। ৯৮তম স্থানে মুম্বই। আর রাজধানী দিল্লি অনেক নিচে। ১২৪তম স্থানে। আরও নিচে হায়দরাবাদ। নিজামের শহরের স্থান  ১৮৪তম।

এদিকে গবেষণা এবং বৈজ্ঞানিক প্রকাশনীর নিরিখে প্রকাশিত তালিকায় শীর্ষে চিনের বেজিং।  দ্বিতীয় স্থানে চিনেরই আর শহর সাংহাই। প্রথম দশে স্থান পেয়েছে চিনের আরও বেশ কয়েকটি শহর।

আরও পড়ুন: Kolkata Metro: পরিষেবা চালু রাখতে টিকিটে সারচার্জ...কলকাতা মেট্রোর ৪০ বছরের ইতিহাসে বেনজির সিদ্ধান্ত!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.