Bangladesh: ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের!

তলবের পরই ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা স্পষ্ট জানিয়ে দেন কোনও নির্দিষ্ট একটি ইস্যু দিয়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক মূল্যায়ন করা যাবে না।

Updated By: Dec 3, 2024, 05:49 PM IST
Bangladesh: ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের! ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে তাঁকে তলব করেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার বিকেলে প্রণয় ভার্মাকে তলব করা হয়। ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব এম রিয়াজ হামিদুল্লাহর দফতরে তাঁকে তলব করা হয়েছে।

প্রসঙ্গত সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল হয়।  বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার, নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি সহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গনে হামলা চালান বলে অভিযোগ। উল্লেখ্য, এই হিন্দু সংঘর্ষ সমিতি হল ভিএইচপির সহযোগী সংগঠন।

এই ঘটনাকে ভারতের বিদেশ মন্ত্রকও ‘দুঃখজনক’ বলে উল্লেখ করে বিবৃতি দিয়েছে। বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, কূটনৈতিক ও কনস্যুলার সম্পত্তি কখনও কোনও অবস্থাতেই আক্রমণের লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়। ওদিকে তলবের পরই ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা স্পষ্ট জানিয়ে দেন কোনও নির্দিষ্ট একটি ইস্যু দিয়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক মূল্যায়ন করা যাবে না।

দুদেশের মধ্যে পরস্পর নির্ভর বিষয় রয়েছে। যা দুদেশের জন্যই গুরুত্বপূর্ণ। যা দুদেশের স্বার্থের সঙ্গেই জড়িয়ে। আলোচনা চলতে থাকবে। উল্লেখ্য আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গনে বিক্ষোভ মিছিলের ঘটনায় ইতিমধ্যেই ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ৪ পুলিস কর্মীর বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে।

আরও পড়ুন, Bangladesh: বদলের বাংলাদেশে বন্ধ হচ্ছে জনপ্রিয় সব ভারতীয় চ্যানেল?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.