জিদানের হাত ধরে এবার রিয়ালে এমবাপে?
জিদানই পারেন এমবাপেকে মাদ্রিদে নিয়ে আসতে। কারণ এমবাপে আর জিদান দুজনেই যে ফরাসি।
![জিদানের হাত ধরে এবার রিয়ালে এমবাপে? জিদানের হাত ধরে এবার রিয়ালে এমবাপে?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/03/12/180266-8.jpg)
নিজস্ব প্রতিবেদন : তিন বছরে সাফল্যের ডালি সাজিয়ে দিয়ে রিয়াল ছেড়েছিলেন। ব্যর্থতার দিনেও আবার রিয়ালকে সাফল্যের সরণীতে পৌঁছে দিতে ফিরে এসেছেন জিনেদিন জিদান। এবার সেই জিদানের হাত ধরেই পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন কিলিয়ান এমবাপে। জল্পনা উস্কে দিলেন খোদ রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরিন্তিনো পেরেজ।
পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে কি যোগ দেবেন ফরাসি স্ট্রাইকার! জল্পনা উস্কে দিয়ে হাসতে হাসতে রিয়াল প্রেসিডেন্ট বলেন, " জিদানই পারেন এমবাপেকে মাদ্রিদে নিয়ে আসতে। কারণ এমবাপে আর জিদান দুজনেই যে ফরাসি।" তবে গত সপ্তাহের শেষ দিকে এমবাপে নিজেই জানান, "পরের মরশুমেও আমি পিএসজি-র ফুটবলার, ১০০ শতাংশ নিশ্চিত থাকুন।"
আরও পড়ুন - ৯ মাস পর ফের রিয়ালের কোচ হয়ে ফিরলেন জিনেদিন জিদান
পেরেজ এমন কথা বলার পিছনেও অবশ্য কারণ আছে। কারণ এবারের চুক্তি অনুযায়ী, দলবদলের ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতা থাকছে কোচ জিনেদিন জিদানের হাতেই। এখন দেখার জিদান নতুন মরশুমে এমবাপেকে মাদ্রিদে নিয়ে আসতে পারেন কিনা!