Lionel Messi, FIFA World Cup Final 2022: মেগা ফাইনালের আগে আর্জেন্টিনা ও মেসির সামনে একাধিক রেকর্ডের হাতছানি, জেনে নিন সব তথ্য

গত পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই সেরার পুরস্কার পেয়েছেন তিনি। কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) সঙ্গে যৌথভাবে আছেন সর্বোচ্চ গোলদাতার তালিকায়। গোল ছাড়াও রয়েছে ৩টি অ্যাসিস্ট। এমন অবস্থায় আর্জেন্টিনা ও মেসির সামনে বেশ কয়েকটা রেকর্ড অপেক্ষা রয়েছে। দেখে নিন সেই তালিকা। 

Updated By: Dec 16, 2022, 07:49 PM IST
Lionel Messi, FIFA World Cup Final 2022: মেগা ফাইনালের আগে আর্জেন্টিনা ও মেসির সামনে একাধিক রেকর্ডের হাতছানি, জেনে নিন সব তথ্য
একাধিক রেকর্ডের অপেক্ষায় আর্জেন্টিনা ও লিওনেল মেসি। ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২২ নভেম্বর থেকে একটা যাত্রা শুরু হয়েছিল। গতবারের কোপা আমেরিকা (Copa America 2021) চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Argentina) টানা ৩৫টা ম্যাচ জিতে কাতারে পা রেখেছিল। একে তো লিওনেল মেসির (Lionel Messi) শেষ বিশ্বকাপ (FIFA World Cup 2022)। এরমধ্যে আবার ৩৬ বছরের খরা মেটানোর মারাত্মক প্রত্যাশাও ছিল। এমন প্রেক্ষাপটে প্রথম ম্যাচেই সৌদি আরবের (Saudi Arabia) বিরুদ্ধে এগিয়ে থেকেও ১-২ ব্যবধানে হেরে গিয়েছিল আলবেসেলেস্তেরা। সেই হারের পর দারুণ ভাবে একজোট হয়ে ঘুরে দাঁড়িয়েছে লিওনেল স্কালোনির (Lionel Scaloni) দল। 

টানা পাঁচ জয়ে এখন ফাইনালের (FIFA World Cup Final 2022) মঞ্চে নীল-সাদা বাহিনীর সামনে রয়েছে গতবারের বিশ্বজয়ী ফ্রান্স (France)। ফিনিক্স পাখির মতো আর্জেন্টিনাকে জাগিয়ে তুলতে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক 'এল এম টেন' (LM 10)। গত পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই সেরার পুরস্কার পেয়েছেন তিনি। কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) সঙ্গে যৌথভাবে আছেন সর্বোচ্চ গোলদাতার তালিকায়। গোল ছাড়াও রয়েছে ৩টি অ্যাসিস্ট। এমন অবস্থায় আর্জেন্টিনা ও মেসির সামনে বেশ কয়েকটা রেকর্ড অপেক্ষা রয়েছে। দেখে নিন সেই তালিকা......

যে সব মাইলফলকের অপেক্ষায় রয়েছে আর্জেন্টিনা
 
১) মেগা ফাইনাল জিতলে ৩৬ বছর পর আর্জেন্টিনার কাপ জয়ের অপেক্ষার অবসান ঘটবে। শেষবার ১৯৮৬ সালে বিশ্বজয়ী হয়েছিল আলবেসেলেস্তেরা। 

২) চতুর্থ দল হিসেবে তিন বা এর বেশি বিশ্বকাপ জেতার নজির তৈরি হবে। 

৩) বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। জার্মানি এবং ইতালি জিতেছে চারবার করে।

৪) ইউরোপের আধিপত্য থামবে। ২০০২ কোরিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। তবে ২০০৬, ২০১০, ২০১৪ ও ২০১৮ সালে যথাক্রমে ইতালি, স্পেন, জার্মানি ও ফ্রান্স ইউরোপের এই চারটি দেশ বিশ্বজয়ী হয়েছিল। লাতিন আমেরিকার দেশ হিসেবে আর্জেন্টিনার সামনে কাপ জয়ের সুযোগ রয়েছে। 

৫) ব্রাজিলের পর লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে ইউরোপীয় দলকে হারিয়ে বিশ্বকাপ জেতার নজির তৈরি হবে। ২০০২ সালে ব্রাজিল মেগা ফাইনালে জার্মানিকে হারিয়েছিল। 

৬) স্পেনের পর দ্বিতীয় দল হিসেবে প্রথম ম্যাচ হেরেও বিশ্বকাপ জয়ের নজির গড়বে আর্জেন্টিনা।


আরও পড়ুন: Lionel Messi, FIFA World Cup Final 2022: অনুশীলনে নেই হ্যামস্ট্রিংয়ে কাবু মেসি, কোথায় ছিলেন? মেগা ফাইনালের যুদ্ধে কি নামতে পারবেন?

আরও পড়ুন: FIFA: ২০২৫ সালে ৩২ দলের 'ক্লাব ওয়ার্ল্ড কাপ', ফিফা-র সিদ্ধান্ত মেনে নেবে উয়েফা!

 

যে সব মাইলফলকের সামনে রয়েছেন লিওনেল মেসি

 
১) আন্তর্জাতিক ও ক্লাব কেরিয়ারে সব ট্রফি জিতলেও এখনও বিশ্বকাপের সোনালি ট্রফিটা ছুঁয়ে দেখা হয়নি ফুটবল জাদুকর লিওনেল মেসির। কাতারে বিশ্বকাপ জিতলে প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পাবেন। 

২) এছাড়া অধিনায়ক হিসেবে আর্জেন্টিনার অন্য দুই বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যানিয়েল পাসারেল্লা এবং দিয়েগো মারাদোনাকে ছুঁয়ে ফেলবেন 'এল এম টেন'।  

৩) মেসি যদি ফ্রান্সের বিরুদ্ধে গোল করেন এবং এমবাপে যদি গোল না পান, কিংবা জুলিয়ান আলভারেজ ও অলিভিয়ের জিহু যদি লুসেল স্টেডিয়ামে একটির বেশি গোল না করেন তাহলে 'গোল্ডেন বুট' পাবেন তিনি। প্রতিযোগিতার সেরা ফুটবলার হওয়ার জন্য 
৪) 'গোল্ডেন বল'-ও পেতে পারেন মেসি। ২০১৪ সালেও এই পুরস্কার পেয়েছিলেন তিনি। প্রথম ফুটবলার হিসেবে দু'বার একই পুরস্কার জেতার নজির গড়বেন তিনি।

৫) এখনও পর্যন্ত চার বার ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন মেসি। আর একবার ম্যাচের সেরা হলেই কোনও এক বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচের সেরার পুরস্কার পাওয়ার নজির গড়বেন।

৬) আর একটি গোল করলে এক বিশ্বকাপে ছয়টি গোল করে ফেলবেন আর্জেন্টিনার মহাতারকা। আর একটা গোল করতে পারলে কোনও এক বিশ্বকাপে সেটাই হবে তাঁর সর্বোচ্চ পারফরম্যান্স। ২০১৪ বিশ্বকাপে পাঁচটি গোল করেছিলেন মেসি। 

৭) পাশাপাশি আর একটি গোল করলে বিশ্বকাপে পেলের মোট গোলের সংখ্যাও ছুঁয়ে ফেলবেন। ম্যারাডোনাকে আগেই পেরিয়ে গিয়েছেন।

৮) বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির গড়বেন মেসি। টপকে যাবেন জার্মানির লোথার ম্যাথিউসকে। জার্মানির কিংবদন্তি সর্বোচ্চ ২৫টি ম্যাচ খেলেছিলেন। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমি ফাইনাল খেলতে নেমে ইতিমধ্যেই লোথার ম্যাথিউসকে ছুঁয়ে ফেলেছেন তিনি। মেগা ফাইনালে খেলতে নামলেই মেসি টপকে যাবেন জার্মানির কিংবদন্তিকে।  

৯) ফাইনালে মেসি গোল বা অ্যাসিস্ট করলে, বিশ্বকাপে সবচেয়ে বেশিবার গোল হওয়ার নেপথ্যে যুক্ত থাকতে পারবেন। এই মুহূর্তে ১৯টি (১১ গোল, ৮ অ্যাসিস্ট) অবদান রয়েছেন তাঁর। একই স্থানে রয়েছেন জার্মানির থমাস মুলার এবং ব্রাজিলের রোনাল্ডো। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.