ইংল্যান্ডকে হারিয়ে রাশিয়ায় তৃতীয় বেলজিয়াম

সেমিফাইনাল এ ফ্রান্স এর কাছে হারলেও শনিবার সেন্ট পিটার্সবার্গ-এ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে ইংল্যান্ডকে হারাল বেলজিয়াম। বিশ্বকাপের ইতিহাসে সেরা সাফল্য বেলজিয়ামের। '৮৬-র বিশ্বকাপে চার নম্বরে শেষ করেছিল বেলজিয়াম,  এবার তিন নম্বরে শেষ করল তারা।

Updated By: Jul 14, 2018, 09:50 PM IST
ইংল্যান্ডকে হারিয়ে রাশিয়ায় তৃতীয় বেলজিয়াম

নিজস্ব প্রতিবেদন : সেমিফাইনাল এ ফ্রান্স এর কাছে হারলেও শনিবার সেন্ট পিটার্সবার্গ-এ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে ইংল্যান্ডকে হারাল বেলজিয়াম। বিশ্বকাপের ইতিহাসে সেরা সাফল্য বেলজিয়ামের। '৮৬-র বিশ্বকাপে চার নম্বরে শেষ করেছিল বেলজিয়াম,  এবার তিন নম্বরে শেষ করল তারা।

আরও পড়ুন-পুলিসের কাছে শিশু বিক্রির কথা স্বীকার করলেন মিশনারিজ অব চ্যারিটির সন্ন্যাসিনী

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল  বেলজিয়াম। চার মিনিটেই মুনিয়ের গোলে এগিয়ে যায় বেলজিয়ানরা। এরপর অবশ্য গোলশোধের চেষ্টা চালাতে থাকে হ্যারি কেনরা। দ্বিতীয়ার্ধে বেলজিয়াম রক্ষ্মণে মুহুর্মুহু আক্রমণ চালাতে থাকে ব্রিটিশরা। উল্টোদিকে সহজ সুযোগ নষ্ট করেন Lukaku। প্রতি আক্রমণে ৮২ মিনিটে এডে ন হাজ্জার্ডর গোল ইংল্যান্ডেক কফিনে শেষ পেরেকটি পুঁতে দেয়। ২-০ গোলে ইংল্যান্ডকে হারিয়ে রাশিয়ায় থার্ড বয় হয়েই থেকে গেল লুকাকুরা। গোল পেলেন না সোনার বুটের দৌড়ে থাকা হ্যারি কেন বা Romelu Lukaku।

আরও পড়ুন-থাইল্যান্ড ওপেনের ফাইনালে সিন্ধু

বেলজিয়ামের সোনালী প্রজন্ম বিশ্বকাপ জিততে না পারলেও বিশ্বকাপের ইতিহাসে তাদের সেরা সাফল্য এনে দিল রাশিয়ার মাটি থেকে।

.