ICC World Cup 2019: বার্মিংহামে বিগ ফাইট! টস জিতে ভারতের বিরুদ্ধে ব্যাটিং ইংল্যান্ডের
এজবাস্টনে টসের সময় হাজির ছিলেন সচিন তেন্ডুলকর।
নিজস্ব প্রতিবেদন: বার্মিংহামে বিগ ফাইট! এজবাস্টনে মুখোমুখি ইংল্যান্ড ও ভারত। মুখোমুখি আইসিসি-র একদিনের ক্রিকেট র্যাঙ্কিংয়ে এক ও দু নম্বর দলের লড়াই। বিশ্বকাপের শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে আজ মাস্ট উইন গেম ইংরেজদের। অন্যদিকে ভারত, ইংল্যান্ডকে হারালেই শেষ চারের লড়াইয়ে ফিরে আসবে পাকিস্তান-বাংলাদেশ। কিন্তু ভারত হারলেই পাকিস্তান ও বাংলাদেশের শেষ চারের সম্ভাবনা শেষ হয়ে যাবে।
Our Playing XI for the game. One change in there #TeamIndia pic.twitter.com/h7jNxExbhd
— BCCI (@BCCI) June 30, 2019
এজবাস্টনে টসের সময় হাজির ছিলেন সচিন তেন্ডুলকর। এদিন টস জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে প্রথম একাদশে একটি পরিবর্তন হয়েছে। বিজয় শঙ্করের পরিবর্তে দলে ঋষভ পন্থ।
Match 38. England XI: J Bairstow, J Roy, J Root, E Morgan, B Stokes, J Buttler, C Woakes, L Plunkett, A Rashid, J Archer, M Wood https://t.co/dO8LmVzOzt #EngvInd #CWC19
— BCCI (@BCCI) June 30, 2019
অন্যদিকে ইংল্যান্ড দলেও দুটি পরিবর্তন হয়েছে। দলে ফিরেছেন জেসন রয় এবং লিয়াম প্লাঙ্কেট। ইংল্যান্ডের বিরুদ্ধে কমলা-গাঢ় নীল জার্সি পরেই মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া। জার্সির রং নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। তবে রঙের সামঞ্জস্য বেশ ভাল হয়েছে বলে মনে করেন বিরাট কোহলি। তিনি জানিয়ে দিয়েছেন, নীলই দলের চিরকালীন রং।
আরও পড়ুন - খালি মাথায় মোটরবাইক চালালেন কিং খান, হেলমেট পরার উপদেশ সচিনের