East Bengal: লাল-হলুদে স্টিফেন কনস্টানটাইন জমানা শেষ, নতুন কোচ কে?

তার মধ্যেই বৃহস্পতিবার ইমামি অফিসে বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, কোচ স্টিফেন কনস্টানটাইনকে সরিয়ে দেওয়া হবে সুপার কাপের পরেই। এমনকী তাঁর কোচিংয়ে লাল হলুদ দল খেতাব পেলেও সরতে হবে ব্রিটিশ কোচকে। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Mar 23, 2023, 07:17 PM IST
East Bengal: লাল-হলুদে স্টিফেন কনস্টানটাইন জমানা শেষ, নতুন কোচ কে?
ইস্টবেঙ্গল থেকে বিদায় নিলেন স্টিফেন কনস্টানটাইন। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রত্যাশামতোই ইস্টবেঙ্গল (East Bengal) থেকে স্টিফেন কনস্টানটাইনের (Stephen Constantine) জমানা শেষ হয়ে গেল। বৃহস্পতিবার অর্থাৎ ২৩ মার্চ ক্লাব কর্তা ও বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা হওয়ার পর এমন সিদ্ধান্ত নেওয়া হল। বিনিয়োগকারী সংস্থা ও কর্তাদের বৈঠকের পরে ঠিক হয়েছে দলগঠনের জন্য বাজেট বাড়াবে ইমামি। এই বাজেট না বাড়ালে যে ইমামির সঙ্গে সম্পর্কের ইতি ঘটত, সেটিও মূল আলোচনার মধ্যে ছিল। কোম্পানি জানিয়ে দিয়েছে, দলগঠন সারতে হবে ৪৫ কোটির মধ্যে।

তার মধ্যেই বৃহস্পতিবার ইমামি অফিসে বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, কোচ স্টিফেন কনস্টানটাইনকে সরিয়ে দেওয়া হবে সুপার কাপের পরেই। এমনকী তাঁর কোচিংয়ে লাল হলুদ দল খেতাব পেলেও সরতে হবে ব্রিটিশ কোচকে। স্টিফেনকে নিয়োগ করেছিল ইমামি আধিকারিকরাই। তাই তাঁরাই সিদ্ধান্ত নিল এই বিষয়ে। নতুন কোচ খোঁজার কাজ শুরু হল। লড়াইয়ে রয়েছেন আন্তোনিও লোপেজ হাবাস, লোবেরা ও ওড়িশা এফসি-র কোচ যোসেফ।

আরও পড়ুন: Lionel Messi: প্লেটের খাবার ফেলে রেখেই পালালেন মেসি! কিন্তু কেন? দেখুন ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন: Emiliano Martinez: অ্যাস্টন ভিলাতেই কি থাকছেন? ক্লাব বদল নিয়ে মুখ খুললেন বিশ্বজয়ী মার্টিনেজ

এদিন বোর্ড মিটিংয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। সেটি হল, আইপিএলের মতোই আইএসএলেও নিলাম পর্ব করতে হবে। এই নিয়ে এদিনই চিঠি পাঠানো হল এফএসডিএল-কে। কারণ ইমামি আধিকারিকরা মনে করছেন, কোনও দলের বাজেট কম থাকতেই পারে। কিন্তু নিলাম পর্ব থাকলে দক্ষ ফুটবলার বাছাই সম্ভব।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.