জোড়া ধাক্কা সামলে জোড়া শতরানে মীরপুরে পাক রাজ

Updated By: May 6, 2015, 07:00 PM IST
জোড়া ধাক্কা সামলে জোড়া শতরানে মীরপুরে পাক রাজ

পাকিস্তান-৩২৩/৩

ওয়েব ডেস্ক: প্রাথমিক ধাক্কা সামলে মীরপুর টেস্টের প্রথম দিনে চালকের আসনে থাকল পাকিস্তান। ৫৮ রানে দলের ২ উইকেট পড়ে যাওয়ার পর দারুণ খেললেন ইউনিস খান ও আজহার আলি। তৃতীয় উইকেট জুটিতে ২৫০ রানের পার্টনারশিপ গড়ে দলকে দারুণ জায়গায় পৌঁছে দেন ইউনিস-আজহার। দিনের খেলা শেষের কিছুক্ষণ আগে আউট হন ১৪৮ রানে আউট হয়ে যান ইউনিস। ১২৭ রানে ব্যাট করছেন আজহার। সঙ্গে ক্রিজে আছেন মিসবা উল হক (৯)।

দিনের শুরুতে পাক ওপেনার মহম্মদ হাফিজ (৮)-কে ফিরিয়ে দিয়ে দারুণ শুরু করে বাংলাদেশ। এরপর অপর ওপেনার সামি আসলামের উইকেট পাকিস্তানকে আরও চাপে ফেলে দেয়। কিন্তু এরপর ইউনিস-আজহার অভিজ্ঞতা আর পেশাদারিত্বেরহ পরিচয় দিয়ে এমন খেলেন যা বাংলাদেশের বোলিংলাইনআপকে ক্লাবস্তরে নামিয়ে আনে।

আগামিকাল, ম্যাচের দ্বিতীয় দিনের শুরুতে পাকিস্তানকে ধাক্কা দিতে না পারলে বিপদ বাড়বে বাংলাদেশের। প্রসঙ্গত, সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিল।

Tags:
.