India vs West Indies 2nd T20: বিচিত্র বিভ্রাটে নির্ধারিত সময়ের দু'ঘণ্টা পরে শুরু হবে ম্যাচ!
ত্রিনিদাদ থেকে সেন্ট কিটসে দলের লাগেজ আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছে বলেই ম্যাচ শুরু হচ্ছে দেরিতে। যদিও নিকোলাস পুরানদের দেশ জানিয়েছে যে, এই অনভ্রিপেত পরিস্থিতি তাদের হাতে ছিল না।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় সময় রাত আটটা থেকে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-২০ ম্যাচ শুরু হওয়ার কথা (India vs West Indies 2nd T20)। কিন্তু সোমবার নির্ধারিত সময়ের দু'ঘণ্টা পরে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে শুরু হবে ম্যাচ! এমনটাই বিবৃতি দিয়ে জানিয়ে দিল উইন্ডিজ ক্রিকেট বোর্ড। ত্রিনিদাদ থেকে সেন্ট কিটসে দলের লাগেজ আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছে বলেই ম্যাচ শুরু হচ্ছে দেরিতে। যদিও নিকোলাস পুরানদের দেশ জানিয়েছে যে, এই অনভ্রিপেত পরিস্থিতি তাদের হাতে ছিল না। বোঝাই যাচ্ছে যে, বিমানে করে মালপত্র আনার সময়ই এই বিপত্তি ঘটেছে। ভারতীয় সময়ে রাত আটটায় এই ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। তার বদলে রাত ১০টায় শুরু হবে ম্যাচ।
আরও পড়ুন: CWG 2022 | Jeremy Lalrinnunga: প্রতিদ্বন্দ্বীকে বুকে টেনে পোডিয়ামেই পেয়েছেন উপহার! জানালেন জেরেমি
আরও পড়ুন: It's Coming Home | Euro 2022: সাংবাদিক বৈঠকেই ব্রিটিশ ফুটবলারদের উদ্দাম নাচ! ইউরো সেলিব্রেশন ভাইরাল
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের শুরুতেই দারুণ জয় পেয়েছে টিম ইন্ডিয়া। গত শুক্রবার প্রথম টি-২০ ম্যাচে উইন্ডিজকে ৬৮ রানে হারিয়ে ভারত সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে। এই ম্যাচে ভারত টস জিতে প্রথমে ব্যাট করে। রোহিত ও সূর্যকুমার যাদব ওপেন করতে নেমেছিলেন। ৪.৪ ওভারে ৪৪ রান তোলেন তাঁরা। ১৬ বলে ২৪ করে আউট হয়ে যান সূর্যকুমার। এরপর শ্রেয়স আইয়ার (০), ঋষভ পন্থ (১৪), হার্দিক পাণ্ডিয়া (১) ও রবীন্দ্র জাদেজা (১৬) চূড়ান্ত ব্যর্থ হন। সাতে নেমে দীনেশ কার্তিক আগুনে ব্যাটিং করেন। ১৯ বলে ৪১ রানে অপরাজিত থাকেন তিনি। আর অশ্বিন ১০ বলে ১৩ রানে অপরাজিত থাকেন। রোহিত-দীনেশের ব্যাটে ভর করে ভারত ৬ উইকেট হারিয়ে ১৯০ রান তোলে। অর্শদীপ সিং, রবি বিষ্ণোই ও আর অশ্বিনদের দাপটে উইন্ডিজ ১২২ রানে গুটিয়ে যায়। নিকোলাস পুরানদের দলে কোনও ব্যাটারই বলার মতো স্কোর করতে পারেননি।