কোপায় চমকে দিয়ে কলম্বিয়াকে হারাল ভেনেজুয়েলা
Updated By: Jun 15, 2015, 07:15 PM IST
ভেনেজুয়েলা (১) কলম্বিয়া (০)
ওয়েব ডেস্ক: কোপা আমেরিকায় অঘটন। ভেনেজুয়েলার কাছে প্রথম ম্যাচেই হারতে হল কলম্বিয়াকে। এবারের কোপায় জেমস রডরিগেজ,রাদামেল ফালকাও সমৃদ্ধ কলম্বিয়াকে ডার্ক হর্স হিসাবে দেখছেন বিশেষজ্ঞরা। গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠে চমকে দিয়েছিল পেকারম্যানের দল। রবিবার রাতে রডরিগেজদের পা থেকে অবশ্য কোনও ঝলক দেখতে পাওয়া যায়নি।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতে ভেনেজুয়েলাকে এগিয়ে দেন রুশ লিগে খেলা তারকা স্ট্রাইকার সলোমান রনডন। দুরন্ত হেডে গোল করে যান লিভারপুলের টার্গেটে থাকা এই স্ট্রাইকার। সমতা ফেরানোর জন্য সময় পেলেও তা কাজে লাগাতে পারেননি ফালকাও-রা। বেশ কিছু দুরন্ত সেভ করে ভেনেজুয়েলার তিন পয়েন্ট নিশ্চিত করেন তাদের গোলকিপার।