WB Assembly Election 2021: দুরন্ত জয় পেলেন প্রাক্তন ফুটবল তারকা Bidesh Bose
উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী বিদেশ বসু
Updated By: May 2, 2021, 02:54 PM IST
![WB Assembly Election 2021: দুরন্ত জয় পেলেন প্রাক্তন ফুটবল তারকা Bidesh Bose WB Assembly Election 2021: দুরন্ত জয় পেলেন প্রাক্তন ফুটবল তারকা Bidesh Bose](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/05/02/318793-bidesh-da.jpg)
নিজস্ব প্রতিবেদন: উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে দুরন্ত জয় পেলেন তৃণমূল প্রার্থী বিদেশ বসু। বিজেপি প্রার্থী প্রত্যুষ মণ্ডলকে তিনি হারালেন ১৭ হাজার ২১২ ভোটে। এই কেন্দ্রে সংযুক্ত মোর্চার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আব্বাউদ্দিন আনসারি। আটের দশকের ময়দান কাঁপানো উইঙ্গার বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের ফুটবলার ও আস্থাভাজন। বিগত কয়েক বছরে সরকারের একাধিক অনুষ্ঠানে থাকলেও প্রত্যক্ষ রাজনীতিতে এই প্রথম বিদেশ। তাঁর কাছেও ভোটে লড়াইটা অপ্রত্যাশিত ছিল। কিন্তু খেলোয়াড়ি জীবনে যে ভালবাসা বিদেশ বসু পেয়েছেন, ভোটের ময়দানেও মানুষ তাঁকে সেই ভালবাসাই দিলেন।