টুর্নামেন্ট চলাকালীন বক্সিং এরিনাতে ষাটোর্ধ্ব কর্তাদের প্রবেশ নিষিদ্ধ করল ফেডারেশন

ফেডারেশনের কর্তারা ধরে নিয়েছেন নির্ধারিত সময়েই হবে আন্তর্জাতিক এই বক্সিং চ্যাম্পিয়নশিপ। সেই কথা মাথায় রেখে ভারতীয় বক্সিং ফেডারেশন সাই-এর সঙ্গে বৈঠক করে।

Updated By: May 23, 2020, 03:30 PM IST
টুর্নামেন্ট চলাকালীন বক্সিং এরিনাতে ষাটোর্ধ্ব কর্তাদের প্রবেশ নিষিদ্ধ করল ফেডারেশন

নিজস্ব প্রতিবেদন: চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে ভারতে বসতে চলেছে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের আসর। এই আন্তর্জাতিক বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু হতে এখনও কয়েক মাস দেরি। তবুও এই চ্যাম্পিয়নশিপ আয়োজন করার ক্ষেত্রে আগাম সতর্কতা নিল ভারতীয় বক্সিং ফেডারেশন।

ফেডারেশনের কর্তারা ধরে নিয়েছেন নির্ধারিত সময়েই হবে আন্তর্জাতিক এই বক্সিং চ্যাম্পিয়নশিপ। সেই কথা মাথায় রেখে ভারতীয় বক্সিং ফেডারেশন সাই-এর সঙ্গে বৈঠক করে। কোভিড-19 এর মোকাবিলা করে কীভাবে  এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ আয়োজন করা যায় তার একটি রূপরেখা তৈরি করেছে  BFI। উনিশ পাতার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ঘোষনা করেছে বক্সিং ফেডারেশন। তারমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উল্লেখ করা আছে তা হল -" ষাট বছরের বেশি বয়স যে সমস্ত কর্মকর্তা তাঁদের প্রতিযোগিতার এরিনাতে ঢুকতে দেওয়া হবে না।"
 

#  ১৯পাতার রিপোর্টে যে সমস্ত গাইডলাইন  উল্লেখ করা আছে-
১. প্রতিযোগিতা হবে ক্লোজডোরে।
২. হেল্পার এবং ভলেন্টিয়ারের সংখ্যা কমিয়ে দেওয়া হবে।
৩. ভ্যেনুতে কোনও এসি বা এয়ার কার্টেইন ব্যবহার করা হবে না।
৪. সংক্রমণ ছড়াতে পারে এমন কোনও জিনিস ব্যবহার করা যাবে না।
৫. প্রতিযোগিতা চলাকালীন সবাইকে একসাথে রাখা হবে না।
৬. এক ঘরে দু'জনের বেশি প্রতিযোগী রাখা হবে না।
৭. কোনও ডাইনিং এরিয়া থাকবে না। সব প্যাকেট ফুডের ব্যবস্থা করা হবে।

 

এছাড়া টুর্নামেন্ট শুরুর আগে খেলোয়াড় সহ সবার শারীরিক পরীক্ষার ব্যবস্থা থাকছে। এককথায় কোভিড-19 কে শক্ত হাতে মোকাবিলা করে আসন্ন এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ করতে বদ্ধপরিকর ভারতীয় বক্সিং ফেডারেশন(BFI)।

 

আরও পড়ুন- করোনা পরবর্তী 'ক্রিকেট গাইডলাইন' ICC-র, থাকছে একাধিক নতুন নিয়ম

.