Richa Ghosh: মহিলাদের টি-টোয়েন্টিতে নয়া নজির বাংলার রিচার!

Richa Ghosh:  মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম 50 রান করার কৃতিত্ব অর্জন করলেন বাংলার রিচা ঘোষ। বৃহস্পতিবার ডি- ওয়াই পাতিল স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ এর বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে এই কৃতিত্ব গড়েন তিনি। সঙ্গে স্মৃতি মান্ধানার ঝলকানি অব্যাহত।  তিনিও আরও একটি ঝলমল পঞ্চাশ রান করেন।

Updated By: Dec 20, 2024, 01:21 PM IST
Richa Ghosh: মহিলাদের টি-টোয়েন্টিতে নয়া নজির বাংলার রিচার!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম 50 রান করার কৃতিত্ব অর্জন করলেন বাংলার রিচা ঘোষ। বৃহস্পতিবার ডি- ওয়াই পাতিল স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ এর বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে এই কৃতিত্ব গড়েন তিনি। সঙ্গে স্মৃতি মান্ধানার ঝলকানি অব্যাহত।  তিনিও আরও একটি ঝলমল পঞ্চাশ রান করেন।

আরও পড়ুন: East Bengal News: মাথায় আকাশ ভেঙে পড়ল ইস্টবেঙ্গলের! লিগের মাঝেই রক্তচাপ বাড়ল অস্কার ব্রুজোর

মুম্বইয়ে ডি.ওয়াই. পাতিল স্পোর্টস একাডেমিতে এই চমকপ্রদ ইনিংসে ভারতীয় মহিলা ক্রিকেটারেরা দুটি বড় মাইলস্টোন অর্জন করেন এবং ভারতকে তাদের সর্বোচ্চ টি-টোয়েন্টি স্কোর করতে সহায়তা করেন। মান্ধানা ৪৭ বলে ৭৭ রান করে সর্বোচ্চ রান সংগ্রহ করেন এবং টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে ৩০টিরও বেশি পঞ্চাশ প্লাস স্কোর রেকর্ড করা প্রথম মহিলা ক্রিকেটার হন।

এদিকে রিচা ঘোষ তার বড় শট খেলার দক্ষতা প্রদর্শন করে ১৮ বলে পঞ্চাশ রান করেন, যা মহিলাদের টি-টোয়েন্টিতে যৌথ দ্রুততম। জেমিমা রড্রিগস এবং রাঘবি বিস্তও অবদান রাখেন ব্যাট হাতে। ভারত প্রথমে ব্যাটিং করে ৪ উইকেটে ২১৭ রান তোলে। এটি ভারতের সর্বোচ্চ টি-টোয়েন্টি স্কোর, যা ২০১ রানের পূর্ববর্তী রেকর্ড ভেঙেছে মহিলাদের টি-টোয়েন্টিতে।

আরও পড়ুন:  Virat Kohli Leaving India: পরিবার নিয়ে পাকাপাকি ভাবে ভারত ছাড়ছেন বিরাট! এমন কী ঘটল ভারতীয় ক্রিকেটের মহাতারকার?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.