Political Donations: বিজেপির পকেটে ২৬০০ কোটি চাঁদা! কংগ্রেসের প্রাপ্ত অঙ্কে চোখ কপালে উঠবে...

BJP: বিজেপি ২০২৩-২৪ সালে লোক, ট্রাস্ট এবং কর্পোরেট হাউস থেকে অনুদান হিসাবে প্রায় ২,৬০০ কোটি টাকা পেয়েছে, যা ২০২২-২৩ সালে প্রাপ্ত অনুদানের চেয়ে তিনগুণ বেশি। এই বছর বিজেপি কংগ্রেসের থেকে ৭৭৬.৮২% বেশি অনুদান পেয়েছে।

Updated By: Dec 26, 2024, 08:09 PM IST
Political Donations: বিজেপির পকেটে ২৬০০ কোটি চাঁদা! কংগ্রেসের প্রাপ্ত অঙ্কে চোখ কপালে উঠবে...
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নির্বাচনে জয় কেবল নয়, সেই সঙ্গে বিপুল পরিমাণ চাঁদাও জমেছে বিজেপির অ্যাকাউন্টে। ক্ষমতাসীন দল বিজেপি ২০২৩-২৪ এর মধ্যে ২৬০৩.৭৪ কোটি টাকার বেশি অনুদান পেয়েছে। যেখানে বিরোধী কংগ্রেস ঝুলিতে পুরতে পেরেছে মাত্র ২৮১.৩৮ কোটি টাকা। নির্বাচন কমিশনের জনসমক্ষে রাখা দুটি তথ্য অন্তত সেদিকেই ইঙ্গিত করছে। 

আরও পড়ুন, Rajasthan borewell rescue | Chetna Rescue: ৭০০ ফুট গর্তে আটকে ৩ বছরের চেতনা! উদ্ধার হয়নি ৩ দিনেও, ভরসা ব়্যাট হোল মাইনিং পদ্ধতি

বিজেপি ২০২৩-২৪ সালে লোক, ট্রাস্ট এবং কর্পোরেট হাউস থেকে অনুদান হিসাবে প্রায় ২,৬০০ কোটি টাকা পেয়েছে, যা ২০২২-২৩ সালে প্রাপ্ত অনুদানের চেয়ে তিনগুণ বেশি। প্রতিবেদনে তালিকাভুক্ত অনুদানগুলি লোকসভা নির্বাচনের আগে ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত গৃহীত হয়েছিল। বিজেপি ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে ৭৪০ কোটি টাকারও বেশি মূল্যের অনুদান ঘোষণা করেছিল, যখন কংগ্রেস ২০১৮-১৯ সালে ১৪৬ কোটি টাকারও বেশি পেয়েছে বলে দাবি করেছিল।

এই বছর বিজেপি কংগ্রেসের থেকে ৭৭৬.৮২% বেশি অনুদান পেয়েছে।২০২৩-২৪-এর সময়ে, বিজেপি প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট থেকে ৭২৩ কোটি টাকারও বেশি অনুদান পেয়েছিল, এটি ট্রায়াম্ফ ইলেক্টোরাল ট্রাস্ট থেকে ১২৭ কোটি টাকারও বেশি এবং আইনজিগার্টিগ ইলেক্টোরাল ট্রাস্ট থেকে ১৭ লাখ টাকারও বেশি পেয়েছে। সেখানে কংগ্রেস প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট থেকে ১৫০ কোটি টাকারও বেশি পেয়েছে, যা দলের একমাত্র ভরসা দাতা ছিল। 

মজার বিষয় হল, কংগ্রেস সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা, কে সি ভেনুগোপাল এবং দিগ্বিজয় সিং সহ শীর্ষ নেতাদের-সহ ১.৩৮ লক্ষ টাকার একাধিক অনুদান পেয়েছে। আম আদমি পার্টি, যা একটি স্বীকৃত জাতীয় দলও, অর্থবছরে ১১.০৬ কোটি টাকার বেশি অবদান পেয়েছে। আরেকটি স্বীকৃত জাতীয় দল, ভারতের কমিউনিস্ট পার্টি-মার্কসবাদী (সিপিআই-এম), ৭.৬৪ কোটি টাকার বেশি অনুদান পেয়েছে। ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), যা উত্তর পূর্ব থেকে একমাত্র স্বীকৃত জাতীয় দল, তার কিটিতে ১৪.৮৫ লাখ টাকার বেশি পেয়েছে।

বেদান্ত, ভারতী এয়ারটেল, মুথুট, বাজা অটো, জিন্দাল গ্রুপ এবং টিভিএস মোটরসের মতো বড় কর্পোরেট গোষ্ঠীগুলি দ্বারা কেনা নির্বাচনী বন্ডগুলিরও বিজেপি একটি প্রধান সুবিধাভোগী ছিল। সান্তিয়াগো মার্টিনের মালিকানাধীন ফিউচার গেমিং এবং হোটেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড থেকে একাধিক অনুদানের মাধ্যমে পার্টিটি ৩ কোটি টাকা পেয়েছে, যা ভারতের 'লটারি কিং' নামেও পরিচিত। অর্থ পাচারের অভিযোগে তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং আয়কর (আইটি) বিভাগের স্ক্যানারে রয়েছেন। তৃণমূল কংগ্রেস (টিএমসি) শীর্ষ সুবিধাভোগী হওয়ায় নির্বাচনী বন্ড রুটের মাধ্যমে ফিউচার গেমিংও ছিল সবচেয়ে বড় দাতা।

আরও পড়ুন, Chhattisgarh: মোবাইলে আসক্ত স্ত্রী, খাবার দিতে দেরি! তিনতলা থেকে ধাক্কা স্ত্রীকে...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.