ভয়াবহ দুর্ঘটনায় এক বাঙালি বাইক রাইডারের মৃত্যু
দুর্ঘটনায় মৃত্যু হল বাঙালি বাইক রাইডার শুভময় পালের। র্যালি চলাকালীন হিমালয়ের কুনজুম পাসের কাছে ভয়াবহ দুর্ঘটনায় মারা যান ৪৯ বছরের এই রাইডার। এয়ারলিফ্ট করে শুভময়কে মানালির হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।
![ভয়াবহ দুর্ঘটনায় এক বাঙালি বাইক রাইডারের মৃত্যু ভয়াবহ দুর্ঘটনায় এক বাঙালি বাইক রাইডারের মৃত্যু](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/10/13/67897-bikers-death.jpg)
ব্যুরো: দুর্ঘটনায় মৃত্যু হল বাঙালি বাইক রাইডার শুভময় পালের। র্যালি চলাকালীন হিমালয়ের কুনজুম পাসের কাছে ভয়াবহ দুর্ঘটনায় মারা যান ৪৯ বছরের এই রাইডার। এয়ারলিফ্ট করে শুভময়কে মানালির হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।
গতি তাঁর নেশা ছিল। কিন্তু সেই গতিই থেমে গেল। শেষ পর্যন্ত গতির বলিই হতে হল বাইক রাইডার শুভময় পালকে। ১৮তম রেইড দে হিমালয় র্যালিতে অংশ নিয়েছিলেন ৪৯ বছরের শুভময়। বুধবার র্যালির তৃতীয় দিনে বোল্ডার ইভেন্ট চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন শুভময়। ছাত্রুর কাছে তাঁর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে একটি বোল্ডারে ধাক্কা খায়। ধাক্কা এতটাই জোরালো ছিল যে হেলমেট খুলে যায় তাঁর মাথা থেকে। সেই সঙ্গে শুভময়ের মাথা একটি বোল্ডারে গিয়ে লাগে। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই শুভময়কে এয়ারলিফ্ট করে মানালির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু মাথায় অস্বাভাবিক রক্তক্ষরণের জন্য শেষ রক্ষা হয়নি হাওড়ার শুভময়ের। ঘটনার পর র্যালি বন্ধ করে দেন আয়োজকরা। বৃহস্পতিবার শুভময়ের মৃতদেহ কলকাতায় আনা হবে।