এ যাত্রায় রেহাই পেলেন দীনেশ কার্তিক!
বিষয়টি নিয়ে আর না এগিয়ে ক্লোজ চ্যাপ্টার করে দিল বিসিসিআই।
Updated By: Sep 17, 2019, 12:30 PM IST
নিজস্ব প্রতিবেদন: দীনেশ কার্তিকের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা স্বীকার করে নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ক্রিনবাগো নাইট রাইরার্সের জার্সি গায়ে তাদেরই সাজঘরে বসে ক্যারিবিয়ান ক্রিকেট লিগের ম্যাচ দেখেছিলেন ডিকে। বোর্ডের চুক্তি অনুয়ায়ী, বিসিসিআই-এর অনুমতি ছাড়া অন্য কোনও দেশের প্রাইভেট লিগে খেলতে পারেন না এমনকী কোনও দলের ড্রেসিং রুমেও যেতে পারেন না।
আর এই নিয়ম ভাঙার জন্য কার্তিককে শো-কজ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সঙ্গে সঙ্গে বোর্ডের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে নেন কার্তিক। কেকেআর অধিনায়কের ক্ষমা চাওয়ার পরেই বিষয়টি নিয়ে আর না এগিয়ে ক্লোজ চ্যাপ্টার করে দিল বিসিসিআই।
আরও পড়ুন - ধোনির অবসর প্রসঙ্গ: কোহলি আর নির্বাচকদের ওপরই ছেড়ে দিচ্ছেন সৌরভ
Tags: