Bangladesh: ম্যাচ ফিক্সিং করতে গিয়ে পাকড়াও! কড়া শাস্তির মুখে বাংলাদেশের স্পিনার..
Bangladesh: জাতীয় দলের হয়ে অবশ্য় খুব বেশি ম্যাচের সুযোগ পাননি সোহেলি আখতার।
![Bangladesh: ম্যাচ ফিক্সিং করতে গিয়ে পাকড়াও! কড়া শাস্তির মুখে বাংলাদেশের স্পিনার.. Bangladesh: ম্যাচ ফিক্সিং করতে গিয়ে পাকড়াও! কড়া শাস্তির মুখে বাংলাদেশের স্পিনার..](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/11/520781-bhahahaha.jpg)
সেলিম রেজা, ঢাকা: ৩ বছর পার। জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নেমেছিলেন ২০২২ সালে। গড়াপেঠার অভিযোগে এবার বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের স্পিনার সোহেলি আখতারকে সাসপেন্ড করল ICC। শাস্তির মেয়াদ ৫ বছর।
আরও পড়ুন: Virat Kohli: মুখে হাসি, বিমানবন্দর পৌঁছতেই এক মহিলাকে জড়িয়ে ধরলেন বিরাট! ভাইরাল ভিডিয়ো...
২০১৩ সালে বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের অভিষেক হয় সোহেলির। গত বারো বছরে অবশ্য খুব বেশি ম্যাচে সুযোগ পাননি তিনি। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। দলের ছিলেন সোহেলিও। অভিযোগ, টুর্নামেন্ট চলাকালীন জাতীয় দলেরই এক সতীর্থকে গড়াপেঠা বা ম্যাচ ফিক্সিং করার প্রস্তাব দেন এই স্পিনার।
এদিকে যাঁকে প্রস্তাব দিয়েছিলেন, সেই ক্রিকেটার রাজি হননি। বরং ICC-র র্নীতি দমন কমিশনকে (AKU) ঘটনাটি জানান তিনি। এরপর শুরু তদন্ত হয়। তদন্তে দোষী সাব্যস্ত হয়েছেন সোহেলিও। এরপরই বাংলাদেশে এই ক্রিকেটারকে নির্বাসনে পাঠাল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
আরও পড়ুন: Boxer Dies: বক্সিংই কাড়ল তরতাজা প্রাণ, মাথায় চোট পেয়ে মাত্র ২৮ বছরেই লড়াই শেষ বক্সারের
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)