ভারতকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
রবিবার সিরিজের শেষ একদিনের ম্যাচে ৯৭ রানে হারল মিতালিরা।
![ভারতকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া ভারতকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/03/18/113604-india-women.jpg)
নিজস্ব প্রতিবেদন : দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়লেও দেশের মাটিতে মুখ থুবড়ে পড়ল ভারতীয় মহিলা ক্রিকেট দল। আইসিসি ওয়েমেন্স চ্যাম্পিয়নশিপে তিন ম্যাচের একদিনের সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করল অজিরা।
রবিবার সিরিজের শেষ একদিনের ম্যাচে ৯৭ রানে হারল মিতালিরা। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ৩৩২ রান তোলে অস্ট্রেলিয়া। এলিয়াসা হিলি ১৩৩ রান করেন। সঙ্গে এলিস পেরি ৩২, হেইনেস ৪৩, গার্ডনার ৩৫ এবং বেথ মুনি ৩৪ রানে অপরাজিত থাকেন। ৩৩৩ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ৪৪.৪ ওভারে ২৩৫ রানে অল আউট হয়ে যায় ভারতীয় মহিলা ক্রিকেট দল। ভারতের হয়ে স্মৃতি মন্ধনা ৫২ এবং জেমাইমা রডরিগেজ ৪২ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে গার্ডনার ৪০ রান দিয়ে ৩ উইকেট নেন।
আরও পড়ুন- ভারতে দিন-রাতের টেস্ট খেলতে আগ্রহী ওয়েস্ট ইন্ডিজ
ভদোদরায় আইসিসি ওয়েমেন্স চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ২টি ম্যাচে হেরে আগেই সিরিজ খুইয়েছিল মিতালীরা। এদিন হেরে ৩-০ ব্যবধানে একদিনের সিরিজে হারল ভারতীয় মহিলা ক্রিকেট দল।
আরও পড়ুন - ধোনি-কোহলিই A+ গ্রেডের কথা বলেছিলেন, জানালেন বিনোদ রাই